আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বাস্তুচ্যুত মহিলা ক্রিকেটারদের সহায়তায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছে। এই উদ্যোগে আইসিসির সঙ্গে অংশীদার হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এই টাস্কফোর্সের মাধ্যমে আফগান মহিলা ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশের জন্য সরাসরি আর্থিক সাহায্য করা হবে। এই উদ্দেশ্যে আইসিসি একটি বিশেষ ফান্ড গঠন করবে, যার দ্বারা ক্রিকেটারদের অর্থনৈতিক দুশ্চিন্তা দূর করে খেলার প্রতি তাঁদের একাগ্রতা বজায় রাখা যাবে।
এছাড়াও, একটি হাই-পারফরম্যান্স প্রোগ্রামের আওতায় উন্নতমানের কোচিং, বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং নির্দিষ্ট মেন্টরশিপ দেওয়া হবে, যাতে তাঁরা তাঁদের পরিপূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে।
এই উদ্যোগ সম্পর্কে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রেক্ষাপটেই যেন একজন ক্রিকেটার তাঁর প্রতিভা প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ ও ঐক্যের বার্তা ছড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
আইসিসি মনে করে, এই পদক্ষেপ আফগান মহিলা ক্রিকেটারদের খেলোয়াড় জীবন রক্ষায় সাহায্য করবে এবং একইসঙ্গে ক্রিকেটকে একটি ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা সীমান্ত ও প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাবে।
এছাড়াও, বোর্ড ২০২৪ অর্থবছরের আইসিসি গ্রুপের অডিটেড আর্থিক বিবৃতি অনুমোদন করেছে।
বোর্ডের সিইও কমিটির সুপারিশ অনুযায়ী, নিচের নিয়োগগুলো চূড়ান্ত হয়েছে:
আইসিসি মহিলা ক্রিকেট কমিটি: ক্যাথরিন ক্যাম্পবেল (পুনরায় নিয়োগ), অ্যাভরিল ফাহী, ও ফোলেত্সি মোসেকি।
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি: সৌরভ গাঙ্গুলী (চেয়ার হিসেবে পুনরায় নিয়োগ), হামিদ হাসান, ডেসমন্ড হেইন্স, তেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ (পুনরায় নিয়োগ) ও জনাথন ট্রট।
