আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে এক মাসে জোড়া সাফল্য। চলতি বছরে সেপ্টেম্বর মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ (ICC Player of the Month) নির্বাচিত হয়েছেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং ভারতীয় পুরুষ দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
দুই ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্সই আলাদা করে নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটে। একদিকে স্মৃতির ব্যাটে এসেছে একের পর এক শতরান, অন্যদিকে অভিষেকের আগ্রাসী ব্যাটিং মাতিয়েছে এশিয়া কাপ। ভারতের মহিলা দলের বাঁহাতি ওপেনার এবং সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা সেপ্টেম্বর মাসে দারুণ ফর্মে ছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি দুটি দুরন্ত শতরান করেন এবং হয়ে উঠেছিলেন সিরিজের সেরা খেলোয়াড় (Player of the Series)। পরিসংখ্যান বলছে, গোটা সেপ্টেম্বর মাসে চারটি ওয়ান ডে ম্যাচ খেলে তিনি করেছেন ৩০৮ রান, গড়ে ৭৭, স্ট্রাইক রেট ১৩৫.৬৮—যা এককথায় অবিশ্বাস্য।
সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংস ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের নির্ধারক ম্যাচে, যেখানে তিনি মাত্র ৫০ বলে শতরান করেন। যা মহিলাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। এমনকি, বিরাট কোহলির ৫২ বলে শতরানের রেকর্ডও ভেঙে দেন তিনি।
পুরস্কার জয়ের পর স্মৃতি বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। এটা আমার আত্মবিশ্বাস বাড়ায়, এবং দলগত প্রচেষ্টারই প্রতিফলন। আমি চাই আরও উন্নতি করতে, যাতে দলের জয়ে অবদান রাখতে পারি।’
India’s run machine bags the ICC Women’s Player of the Month award for September 2025 ????
— ICC (@ICC)Tweet by @ICC
বর্তমানে স্মৃতি মান্ধানার রয়েছে ১৩টি ওয়ানডে শতরান, যা অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের পর দ্বিতীয় সর্বাধিক। অন্যদিকে, পুরুষ বিভাগে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা পেয়েছেন সেপ্টেম্বর মাসের আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Men’s Player of the Month) পুরস্কার।
এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ২৫ বছর বয়সী তারকা। এশিয়া কাপ সহ সাতটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ৩১৪ রান, গড়ে ৪৪.৮৫, স্ট্রাইক রেট ২০০, এবং তিনটি হাফ-সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন এবং সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেও শিরোপা জেতেন।
সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ধীরস্থির কিন্তু প্রভাবশালী ইনিংস ভারতকে ফাইনালে তুলেছিল। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ ও বাংলাদেশের বিরুদ্ধে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন অভিষেক।
এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে অভিষেক উঠে গেছেন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯৩১ রেটিং পয়েন্টে, যা ২০২০ সালে ডেভিড মালানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
পুরস্কার পাওয়ার পর অভিষেক বলেন, ‘এই পুরস্কার আমার কাছে খুবই স্পেশাল। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। আমাদের টিম কালচার ও ইতিবাচক মানসিকতাই এই সাফল্যের ভিত্তি।’
সেপ্টেম্বর মাসে স্মৃতি ও অভিষেকের এই সাফল্য ভারতের জন্য এক বিরল মুহূর্ত। আইসিসি-র দুই বিভাগে একসঙ্গে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে ভারতীয় ক্রিকেটাররা আবারও প্রমাণ করলেন বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারতের আধিপত্য অব্যাহত রয়েছে।
