আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে টি–২০ বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। আইসিসি এই দাবি মানেনি। সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু বিসিবি নিজের সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার নতুন তথ্য প্রকাশ্যে এল। বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার অনুমতিও দিচ্ছে না আইসিসি।


জানা গেছে, বাংলাদেশের অন্তত ১৫০ জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দেয়নি আইসিসি। সকলের অ্যাক্রেডিটেশনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যাদের অ্যাক্রেডিটেশন মঞ্জুর হয়ে গিয়েছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


আইসিসির এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌ভারত নাকি নিরাপদ নয় খেলার জন্য। যে কথাটা বিসিসিআই বা ভারত সরকার ভালভাবে নেয়নি। আইসিসিরও বিষয়টি খারাপ লেগেছে।’‌ আর সে কারণেই বাংলাদেশের সাংবাদিকদের ভিসা ও অ্যাক্রেডিটেশন কোনওটাই দেওয়া হয়নি।


এই সিদ্ধান্ত অবশ্য মানতে পারছেন না বাংলাদেশের সাংবাদিকরা। বাংলাদেশের এক দৈনিকের ক্রীড়া সম্পাদক জানিয়েছেন, ‘‌বিষয়টি অত্যন্ত হতাশার।’‌ তাঁদের দাবি, এরকম ঘটনা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আগে কখনও ঘটেনি। সেই ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে খেলা কভার করে আসছেন বাংলাদেশের সাংবাদিকরা। সেবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। কিন্তু এবারই যা অন্যরকম হল। বাংলাদেশ নেই টি–২০ বিশ্বকাপে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতির পর ভারত ভিসা দিতে রাজি নয় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের। আইসিসিও দিচ্ছে না অ্যাক্রেডিটেশন। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গোটা বিষয়টি জানিয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশের ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক টি–২০ বিশ্বকাপের জন্য আইসিসির কাছে মিডিয়া ছাড়পত্রের আবেদন করেছিলেন। কিন্তু কাউকেই অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি। কয়েকজন চিত্র সাংবাদিককে আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছিল আইসিসি। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরে তাঁদের অ্যাক্রেডিটেশনও বাতিল করে দেওয়া হয়েছে বলেই জানান আমজাদ।