আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ভাবা হচ্ছে, এটাই ভারত অধিনায়কের শেষ আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হোক বা না হোক, একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন রোহিত। এই আলোচনায় ছেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি রোহিত। প্রাক ফাইনাল আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন শুভমন গিল। তাতে জল্পনা আরও বেড়েছে। যদিও গিল দাবি করেন, রোহিতের অবসর নিয়ে কোনও আলোচনা হয়নি। এই নিয়ে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে, সরাসরি এই প্রসঙ্গ থামিয়ে দেন প্রাক্তন বোর্ড সভাপতি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা উচিত নয়।
গতবছর টি-২০ বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্সের কথা তুলে ধরেন সৌরভ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রান না পেলেও শুরুতে দলের টেম্পো তুলে দিচ্ছেন হিটম্যান। তাই ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ রোহিত। বোর্ড সভাপতি থাকাকালীন বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করেন সৌরভই। তারকা ক্রিকেটারের খারাপ সময়ও তাঁর পাশেই আছেন তিনি। সৌরভ বলেন, 'রোহিত শর্মার অবসর নিয়ে কেন কথা হচ্ছে? কেনই বা এই প্রশ্ন উঠছে? কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছে। আমি জানি না নির্বাচকরা কী ভাবছে। তবে রোহিত ভাল খেলছে। নিউজিল্যান্ডের থেকে অনেক এগিয়ে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত। গতবছর টি-২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত।'
বাকিদের মতো ফাইনালে সৌরভের ফেভারিট টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের ফর্মের বিচারেই ভারতকে এগিয়ে রাখছেন প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, 'ভারত ফেভারিট। ভাল ছন্দে আছে। সবাই খুব ভাল ফর্মে আছে। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, কেএল রাহুলরা আছে। ভাল ম্যাচ হবে। ভারতের বোলিং লাইন আপও শক্তিশালী।' জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভবিষ্যৎ নিয়ে রোহিতের সঙ্গে কথা বলবেন অজিত আগরকর।
