আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে বাঁধনহারা আনন্দে নাচলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। ৭৫ বছর বয়সী 'বৃদ্ধ'কে  শিশুর মতো নাচতে দেখে হেসে কুটিপাটি সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার। অনেকেই বলছেন, ''দিল তো বাচ্চা হ্যায় জি''। 

সুনীল গাভাসকর ভারতের জয় দেখলে উচ্ছ্বসিত হন। আবেগে ভেসে যান। আবার ভারতের হার দেখলে সহ্য করতে পারেন না। কড়া সমালোচনা করেন। 

অনুজ ক্রিকেটারদের ভুল করতে দেখলে গর্জে ওঠেন। তিরস্কার করেন ধারাভাষ্য দেওয়ার সময়ে। 

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন ঋষভ পন্থের আউট হওয়ার ধরন দেখে নিজেকে স্থির রাখতে পারেননি 'লিটল মাস্টার'। স্টুপিড, স্টুপিড, স্টুপিড বলে চিৎকার করে উঠেছিলেন। 

?ref_src=twsrc%5Etfw">March 9, 2025


সেই সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''আসলে এই খেলাটা আমাকে তৈরি করেছে। ভারতীয় ক্রিকেট আমাকে তৈরি করেছে।'' 
সেই কারণেই কোনও ক্রিকেটার নিজের নামের প্রতি সুবিচার না করলে, ভুল শট খেলে নিজের উইকেট ছুড়ে দিয়ে এলে সহ্য করতে পারেন না গাভাসকর। 

সেই 'লিটল মাস্টার' রবিবার ভারতের জয়ের পরে মাঠে নাচতে শুরু করে দিলেন। তাঁর সেই নাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

সম্প্রচারকারী চ্যানেলের  সঞ্চালক যতীন সাপ্রু সেই সময়ে বলছিলেন, ''গাভাসকরকে আর থামাবে কে?'' সেই সময়ে যতীনের সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ভাজ্জি বলতে থাকেন, ''সানি ভাইকে থামানো উচিতও নয়। মুহূর্তটাও সুন্দর। তিনি কিংবদন্তি, সকলের শ্রদ্ধার পাত্র। তাঁর জন্যই আমরা খেলা শুরু করেছি, তাঁকে দেখে ক্রিকেট খেলতে এসেছি।''