আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে ধ্বংসাত্মক ব্যাটিং দিয়ে বোলারদের সতর্কবার্তা দেন শিবম দুবে। দলকে জেতাতে না পারলেও নিউজিল্যান্ডের বোলারদের ছাতু করে দেন। মাত্র ২৩ বলে ৬৫ রান করেন। বরাবরই হাতে বড় শট ছিল। বিগ হিটার বলে পরিচিত। কিন্তু আগের তুলনায় বর্তমানে তিনি অনেক স্মার্ট, এমন দাবি করলেন খোদ শিবম দুবে। জানান, ক্রমাগত উচ্চপর্যায় খেলতে খেলতে নিজেকে তৈরি করে ফেলেছেন। লেগ স্পিনার ইশ সোধির বিরুদ্ধে এক ওভারে ২৯ রান নেন। তবে শুধু তাই নয়, পেসারদের বিরুদ্ধেও সমান স্বচ্ছন্দ দেখায় ভারতীয় অলরাউন্ডারকে। যা কয়েকদিন আগে পর্যন্তও ছিল না। বুধবার জেকব ডাফি এবং ম্যাট হেনরিকে তিনটে বিশাল ছক্কা হাঁকান। বুঝিয়ে দেন পেসারদের মোকাবিলা করার জন্যও সমানভাবে তৈরি তিনি।
শিবম দুবে বলেন, 'আমি কঠোর পরিশ্রম করছি। আমার মাইন্ডসেট ক্রমশ আরও ভাল হচ্ছে। আমি প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এমন পরিস্থিতিতে একনাগাড়ে ব্যাট করছি। তাই আমি পরিস্থিতি বুঝতে পারছি। বোলার আমাকে কী ধরনের বল দেবে সেটাও বুঝতে পারছি।' বেশ কিছুদিন হল টি-২০ দলে সুযোগ পাচ্ছেন দুবে। কোনও রাখঢাক না করে জানিয়ে দেন, গেমটাইম তাঁকে উন্নতি করতে সাহায্য করেছে। একইসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার সাহস যুগিয়েছে। চতুর্থ টি-২০ ম্যাচে বল না করলেও, জানান, এই বিষয়টিও তাঁর দায়বদ্ধতা বাড়াতে সাহায্য করেছে।
দুবে বলেন, 'আমি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মনোযোগ দিয়েছি। গৌতি ভাই এবং সূর্য ভাইকে ধন্যবাদ। ওরা আমাকে বল করার সুযোগ দিয়েছে। বল করলে, আরও বেশি স্মার্ট হওয়া যায়। আমি সেদিকেও উন্নতি করার চেষ্টা করছি। বল হাতে আরও দক্ষ হওয়ার চেষ্টা করছি। অভিজ্ঞতার মূল্য অপরিসীম। আমি সেই অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছি, এবং সঠিক দিশায় এগোচ্ছি। সব প্লেয়ার নিজেকে উন্নত করার চেষ্টা করে। আমি আগের মতো থাকতে পারি না। আমি আরও ভাল হওয়ার চেষ্টা করছি। পরের ম্যাচে আরও বেশি স্মার্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।'
১৫ বলে অর্ধশতরান করে টি-২০ ক্রিকেটে দ্রুততার বিচারে তৃতীয় স্থানে দুবে। কিন্তু তাঁর দাবি, রেকর্ডের কথা ভাবেন না তিনি। ১৫ বলে ৫০ রানের ভাবনা নিয়েও নামেননি। তবে সোধির বিরুদ্ধে যে আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন, সেটা মেনে নেন। দুবে বলেন, 'আমি প্রত্যেক বলে ফোকাস করছিলাম। আমি ১৫ বলে ৫০ রানের কথা মাথায় রাখিনি। আমি জানতাম, সোধি কিছুটা ভয় পাবে। এক আধটা খারাপ বল করবেই। আমি সেটার জন্য তৈরি ছিলাম। তাই আমি আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম।সেটাই করেছি।' শনিবার সিরিজের শেষ ম্যাচ। বিশ্বকাপের প্রাক্কালে এই ফর্ম ধরে রাখতে চাইবেন দুবে।
