আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেটীয় যাত্রা দীর্ঘদিনের। দু'জনেই ২০১১ সালে একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। লাল বলের ক্রিকেটে সাফল্যের শিখরে ওঠে এই জুটি। স্পিনার হিসেবে কোহলির প্রথম পছন্দ ছিলেন অশ্বিন। বিরাটের নেতৃত্বে টেস্টে সাফল্য পান তারকা স্পিনার। লাল বলের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন। দু'জন মিলে ভারতীয় ক্রিকেটকে অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। তারমধ্যে রয়েছে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়। সেই সিরিজে অশ্বিনকে খেলতে নাস্তানাবুদ হয় অজি‌ ব্যাটাররা। 

টানা পাঁচ বছর ভারত আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পায়। এই সাফল্যে দুই তারকাই সমান অবদান রাখে। কাকতালীয় বিষয় হল, কয়েক মাসের ব্যবধানে দু'জন টেস্ট থেকে অবসর নেন। তবে খেলোয়াড় জীবনে দু'জনের মধ্যে দর্শনে অমিলের কথা একাধিকবার শোনা যায়। বিশেষ করে বিদেশের মাটিতে অশ্বিনের দলে সুযোগ পাওয়া নিয়ে। কিন্তু কেরিয়ারের শেষলগ্নে সেই সম্ভাবনা উড়িয়ে দেন খোদ তারকা স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে ড্রেসিংরুমে কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় অশ্বিনকে। তাসত্ত্বেও তাঁকে নিয়মিত অনলাইন ট্রোলের সম্মুখীন হতে হয়। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে কোহলিকে একহাত নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু তেমন সম্ভাবনা উড়িয়ে দেন অশ্বিন। বরং, নিজেই কোহলিকে ফোন করে কথা বলে নেন। 

নিজের এক্স হ্যান্ডেলে তারকা স্পিনার জানান, কোহলির সঙ্গে সরাসরি কথা হয়েছে তাঁর। অশ্বিন বলেন, 'বিরাটের সঙ্গে ওকে ঘুরিয়ে আক্রমণ করা নিয়ে কথা হয়েছে। আমরা দু'জনেই হেসে গড়াগড়ি খেয়েছি। সোশ্যাল মিডিয়া‌য় ফ্যানদের মধ্যে ঝগড়া নতুন নয়। আমাদের কথা বলার কারণ করে দেওয়ার জন্য ধন্যবাদ।' অনলাইনে দুই তারকার ভক্তদের মধ্যে আকছার তর্কাতর্কি হয়। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফ্যানদের মধ্যেও বিবাদ বাঁধে। একই ঝামেলা দীর্ঘদিন কোহলি এবং শচীন তেন্ডুলকরের ফ্যানদের মধ্যেও চলেছে। বিরাট এবং ধোনি ভক্তদের মধ্যেও একসময় এইধরনের প্রচুর বিবাদ চলেছে। অশ্বিনের দাবি, এমন পরিস্থিতিতে দুই সতীর্থের মধ্যে সম্পর্কে কোনওভাবেই অবনতি হয় না। বরং, সম্পর্কে দৃঢ়তা বাড়ে।