জ্যোতিষশাস্ত্রে এমন অনেক ছোট ছোট বিশ্বাস ও টোটকার কথা প্রচলিত রয়েছে, যেগুলো নাকি জীবনে ভাল পরিবর্তন আনতে সাহায্য করে। এর মধ্যে একটি টোটকা হল একটি বিশেষ মশলা সবসময় নিজের কাছে রাখা। শুনতে অদ্ভুত লাগলেও বহু মানুষ এই বিশ্বাস মেনে চলেন।
2
7
জ্যোতিষ মতে, এই মশলাটি শুধু রান্নার উপকরণ নয়, এর সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে ভাগ্য, অর্থ ও মানসিক শান্তির বিষয়। এখানে যে মশলার কথা বলা হচ্ছে, সেটি হল ছোট এলাচ।
3
7
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এলাচকে শুভ গ্রহ বৃহস্পতির প্রতীক ধরা হয়। বৃহস্পতি গ্রহকে জ্ঞান, ভাগ্য, উন্নতি, অর্থ ও শুভ সুযোগের কারক মনে করা হয়।
4
7
বিশ্বাস করা হয়, এলাচ সঙ্গে রাখলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক প্রভাব কমে।
5
7
অনেক জ্যোতিষ বিশেষজ্ঞের মতে, যদি কেউ দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগে থাকেন, কাজে বাধা আসে বা বারবার চেষ্টা করেও সফল না হন, তাহলে একটি পরিষ্কার সবুজ এলাচ কাপড়ে মুড়ে মানিব্যাগে বা পকেটে রাখা যেতে পারে।
6
7
এলাচ সঙ্গে রাখলে নাকি অর্থের অভাব দূর হয় এবং নতুন সুযোগ আসতে শুরু করে। বিশেষ করে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এটি শুভ ফল দিতে পারে বলে ধারণা।
7
7
শুধু টাকা-পয়সার ক্ষেত্রেই নয়, মানসিক শান্তির জন্যও এলাচকে খুব উপকারী বলা হয়। এলাচের গন্ধ মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।