আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে এবার তারকার মেলা। খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ, অর্শদীপ সিংরা। ফলে ঘরোয়া এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা বেড়েছে।
গতবার রঞ্জিতে একটি করে ম্যাচ খেলেছিলেন বিরাট ও রোহিত। এখন দুই তারকাই শুধু একদিনের আন্তর্জাতিকে খেলেন। তাই ম্যাচ ফিট থাকতে দুই ক্রিকেটারই বিজয় হাজারে ট্রফিতে অন্তত দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। ফলে প্রস্তুতিও হয়ে যাবে রো–কো জুটির। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বলে দিয়েছে, বিজয় হাজারের অন্তত দুটি করে ম্যাচ তারকা ক্রিকেটারদের খেলতেই হবে। তাই গিল, পন্থরাও খেলছেন এই ঘরোয়া টুর্নামেন্টে।
এদিকে, বিরাট ও রোহিত বিজয় হাজারে খেললেও দু’জনের ম্যাচ ফি কিন্তু সমান নয়। এর কারণ, বিজয় হাজারে ট্রফি খেলার অভিজ্ঞতা রোহিতের থেকে বেশি বিরাটের। সে কারণে বিরাটের ম্যাচ ফি বেশি হবে রোহিতের চেয়ে। বিসিসিআইয়ের ম্যাচ ফি’র যে কাঠামো রয়েছে, সেই অনুযায়ী যে ক্রিকেটাররা ৪১টি বা তার বেশি লিস্ট এ (৫০ ওভারের) ম্যাচ খেলেছেন, তাঁরা ৬০ হাজার টাকা করে পাবেন। ২১টি থেকে ৪০টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ৫০ হাজার টাকা করে। আর ২০টি পর্যন্ত ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার টাকা করে।
এক্ষেত্রে, বিরাট কোহলি লিস্ট এ ম্যাচ খেলেছেন ৪১টি। দেশের হয়েও দীর্ঘদিন খেলছেন। তিনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। রোহিতও একই তালিকায় রয়েছেন তাঁর সঙ্গে। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু তিনি লিস্ট এ ম্যাচ খেলেছেন ১৮টি। তাই বিজয় হাজারে ট্রফি থেকে রোহিতের আয় কিছুটা কম হবে। দিল্লির হয়ে খেলে ম্যাচ ফি বাবদ কোহলি পাবেন ১ লাখ ৮০ হাজার টাকা। আর মুম্বইয়ের হয়ে খেলে রোহিত পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। কোহলি ম্যাচ ফি পাবেন ৬০ হাজার টাকা করে। রোহিত পাবেন ৪০ হাজার টাকা করে। শেষ অবধি জানা গেছে, বিজয় হাজারেতে তিনটি করে ম্যাচ খেলার কথা বিরাট ও রোহিতের।
২৪ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে শুরু হয়ে গেছে বিজয় হাজারে ট্রফি। প্রথমদিনই ৩৬ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের বৈভব সূর্যবংশী।
