আজকাল ওয়েবডেস্ক: 'বউ এনে দাও', ছেলের বায়নার পরে পাত্রী স্থির করেন বাবা, আফ্রিদির প্রেম তাঁর ক্রিকেটের মতোই চমকপ্রদ।
বুম বুম আফ্রিদি নামে তিনি পরিচিত। নাইরোবিতে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ২০১৭ সালে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার।
আফ্রিদির খেলোয়াড়ি জীবন তাঁর ভক্তদের নখদর্পণে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়া ওয়াকিবহাল নয়। ১৯ বছরে ক্রিকেট কেরিয়ার শুরু করেন আফ্রিদি। খুব অল্প সময়ে পাকিস্তানের সোনার ছেলে হয়ে যান তিনি। আফ্রিদির বিয়ের গল্প তাঁর ক্রিকেটের মতোই চমকপ্রদ। এক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে মজা করে তাঁর বাবাকে বলেছিলেন, তাঁর জন্য যেন বউ খোঁজা হয়। কিন্তু তাঁর বাবা যে ছেলের এই কথাকে এতটা গুরুত্ব দেবেন, তা বুঝতেই পারেননি আফ্রিদি।
সেই টুর্নামেন্ট খেলে বাড়ি ফেরার পরে আফ্রিদি জানতে পারেন, তাঁর জন্য মেয়ে খুঁজে পেয়েছেন তিনি। বাবার কথায় কৌতূহল বাড়ে আফ্রিদির মনে। বাবার স্থির করা সেই মেয়ের সঙ্গে দেখা করতে চান পাক তারকা। পরে আফ্রিদির বাবা রহস্য ফাঁস করে ছেলেকে বলেন, মেয়ের নাম নাদিয়া। তাঁর তুতো বোন। আফ্রিদি ও নাদিয়া একে অপরকে সেই ছেলেবেলা থেকে চেনেন।
বাবার স্থির করে দেওয়া পাত্রী নাদিয়াকেই বিয়ে করেন আফ্রিদি। ২০০০ সালে বিয়ে হয় তারকা ক্রিকেটারের। সেই সময়ে নাদিয়ার বয়স ছিল ১৬। তিনি আবার প্লাস্টিক সার্জেন। শাহিদ আফ্রিদির বিয়েতে হৃদয় ভাঙে অনেক মহিলা ভক্তের। আফ্রিদির বিয়েতে উপস্থিত ছিলেন ওয়াসিম আক্রম, আবদুল রাজ্জাকের মতো তারকারা।
