আজকাল ওয়েবডেস্ক: শনির দশা কাটছে না বিরাট কোহলির। শনিবার আবার শনির গেরোয় পড়েন। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান দিয়ে সিরিজের শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ। সিরিজের বাকি আট ইনিংসে মাত্র ৯০ রান করেন কোহলি। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, নিজের ওপর বিশ্বাস হারিয়েছেন তারকা ক্রিকেটার। ন'বারের মধ্যে আট ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হন বিরাট। ভারতের প্রাক্তন তারকা মনে করছেন, অফস্ট্যাম্পের বাইরের বলের দুর্বলতা কাটানোর সবরকম চেষ্টা করেছেন কোহলি। কিন্তু পারছেন না। সিডনিতে দ্বিতীয় ইনিংসেও একইভাবে আউট হন। স্কট বোল্যান্ডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন। এই নিয়ে সিরিজে চারবার অজি পেসারের বলে আউট হলেন কোহলি।
সঞ্জয় মঞ্জরেকর জানান, একজন ক্রিকেটারের রানের খরা চলতেই পারে। কিন্ত টানা একইভাবে আউট হওয়া, এবং তার সমাধান বের না করতে পারার ঘটনা বিরল। পরপর আট ইনিংসে একইভাবে আউট হওয়ার ঘটনায় অবাক ভারতের প্রাক্তনী। মঞ্জরেকর বলেন, 'প্রচুর তারকা ক্রিকেটার রানের খরার মধ্যে দিয়ে গিয়েছে। তবে একটানা একই শট খেলে আউট হয়নি, এবং তার সমাধান সূত্র খুঁজে বের করতে না পারার ঘটনা ঘটেনি। এদিনের আউটটা দেখে বিরাট কোহলির জন্য খারাপ লাগছে। একাধিকবার অফস্ট্যাম্পের বাইরের বল ছাড়ার চেষ্টা করেছে। বেশ কয়েক বছর পর ব্যাটিং ক্রিজের অনেক ভেতরে দাঁড়াচ্ছে। বিরাট কোহলির থেকে এটা অপ্রত্যাশিত। আমরা জানি ও ব্যাটিং ক্রিজের বাইরে বেরিয়ে ফরোয়ার্ড খেলতে ভালবাসে। ওর পক্ষে যা করা সম্ভব, সবকিছু চেষ্টা করেছে। এবারও ব্যাটিং ক্রিজের ভেতরে দাঁড়ায়। কিন্তু একই রেজাল্ট। ও আর কী করতে পারে? প্রত্যেক ইনিংসের শেষটা একইভাবে হচ্ছে। যার ফলে ওর নিজের প্রতি বিশ্বাস কমে গিয়েছে।'
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া কোনও উল্লেখযোগ্য স্কোর নেই বিরাটের। পাঁচ টেস্টে রান ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭, ৬। নয় ইনিংসে মোট ১৯০ রান। গড় ২৩.৭৫। পার্থের শতরান বাদ দিলে বাকি আট ইনিংসে কোহলির রান ৯০। সিডনিতে দ্বিতীয় ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বল মারার প্রলোভন সামলাতে পারেননি তারকা ক্রিকেটার। প্যাভিলিয়নে ফেরার সময় হতাশ দেখায় বিরাটকে। নিজের ওপর ক্ষোভ উগরে দেন তারকা ক্রিকেটার।
