আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানা কেন ভারতীয় দলে? এই প্রশ্ন তুলে দিলেন নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। এর জন্য টিম ম্যানেজমেন্টকে দুষেছেন শ্রীকান্ত। তাঁর দাবি ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের ইয়েসম্যান হিসেবে পরিচিত রানা।
ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আবার মনে করেন, দু'বছর আগে আইপিএলে করা একটি ডেলিভারির জন্যই হয়তো এখনও দলে সুযোগ পাচ্ছেন রানা। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন গৌতম গম্ভীর। সেই দলের সদস্য ছিলেন হর্ষিত রানা।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা, বাদ পড়লেন একনম্বর তারকা
হর্ষিত রানার ১৪৬ কিমি বেগে ধেয়ে আসা ডেলিভারিতে আউট হয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেন অশ্বিন বলছেন, ''দু' বছর আগে আইপিএলে দুর্দান্ত একটি ডেলিভারি করেছিল রানা। নীতীশ কুমার রেড্ডির ব্যাটে বল লেগে তা জমা পড়েছিল কিপারের গ্লাভসে। ওই ডেলিভারির জন্যই জাতীয় দলে থেকে যাচ্ছেন হর্ষিত রানা।''
এদিকে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ''এই ধরনের নির্বাচন ক্রমাগত করে তারা খেলোয়াড়দেরকেই বিভ্রান্ত করছে। এমনকী আমরাও প্রতিদিন নিশ্চিত নই যে কী হবে নির্বাচন। হঠাৎ যশস্বী জয়সওয়াল আসে এবং পরের মুহূর্তে সে আর থাকে না। স্থায়ী সদস্য হিসেবে কেবল একজনই আছে - হর্ষিত রানা। কেউ জানে না কেন ও দলে আছে। বারবার দল পরিবর্তন করে, তারা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করছে।''
হর্ষিত রানা দলে স্থায়ী সদস্য হিসেবে থেকে যান কিছু না করেই। আর রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। ভারতের ওয়ানডে দলে অধিনায়ক বদলের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে রোহিত শর্মা যুগের। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর নিশ্চিত করেছেন, শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব। রোহিত এখনও সক্রিয় ক্রিকেটার হলেও, বোর্ডের মতে সময় এসেছে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করার।
ভারতের ওয়ানডে দলে অধিনায়ক বদলের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে রোহিত শর্মা যুগের। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর নিশ্চিত করেছেন, শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব। রোহিত এখনও সক্রিয় ক্রিকেটার হলেও, বোর্ডের মতে সময় এসেছে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করার।
ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকার এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাঁর মতে, ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে ভাবলে এটি জরুরি সিদ্ধান্ত। গাভাসকার জানিয়েছেন, রোহিত শর্মা নিজেও এই সিদ্ধান্তে সম্মত। গাভাসকার স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, '‘আমরা জানি না রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন কি না। তিনি এখন কেবল ওয়ানডে খেলছেন, আর আন্তর্জাতিক ক্যালেন্ডারে ভারতীয় দলের খুব বেশি ওয়ানডে নেই। বেশিরভাগ সিরিজেই টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ থাকে। যদি বছরে মাত্র পাঁচ-সাতটা ওয়ানডে খেলা হয়, তাহলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত অনুশীলন করার সময় পাওয়া যায় না। এই কারণেই শুভমান গিলকে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’'
আরও পড়ুন: এশিয়া কাপ ট্রফি বিতর্কে বড় পদক্ষেপ, ছাঁটাইয়ের পথে মহসিন নাকভি?
