আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে রোহিতদের সিরিজ হারের পর জানা গিয়েছিল, তৃতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হর্ষিত রানাকে। কিন্তু সিরিজের শেষ টেস্ট শুরুর আগের দিন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার জানান, মুম্বই টেস্টের দলে কোনও বাড়তি প্লেয়ার অন্তর্ভুক্ত করা হয়নি। একইসঙ্গে দাবি করেন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কোনও পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় টেস্টের আগে ডাকা হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। পুনে টেস্টের দলে সুযোগও পান ভারতীয় অলরাউন্ডার। রানার ক্ষেত্রেও তেমনই ভাবা হচ্ছিল। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হওয়া খবরের ভিত্তিতে ভাবা হচ্ছিল, হয়তো মুম্বই টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে। তবে বুধবার সাংবাদিক সম্মেলনে গম্ভীরের ডেপুটি জানিয়ে দেন, তেমন কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি দাবি করেন, তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেয়নি কোনও বাড়তি প্লেয়ার। 

বুমরা সাধারণত চোটপ্রবণ। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে মনে করা হয়েছিল, অস্ট্রেলিয়া সফরের আগে হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মীমাংসা হয়ে যাওয়ায়। টিম ইন্ডিয়ার সহকারী কোচ জানান, ম্যানেজমেন্টে বুমরার ওয়ার্কলোডের বিষয়টা মাথায় রাখছে। তবে পাশাপাশি এও জানান, প্রথম দুই টেস্টে খুব বেশি ওভার বল করেনি তারকা পেসার। দুটো টেস্টই নির্ধারিত দিনের আগে শেষ হওয়ায়, যথাযত বিশ্রাম পেয়েছেন বুমরা। অভিষেক নায়ার বলেন, 'আমার মনে হয় দুটো টেস্ট মিলিয়ে বুমরা ২০-২৫ ওভার বল করেছে। তাই ও খুব বেশি বল করেনি। ওর ওয়ার্কলোডের বিষয়টা সবার মাথায় আছে। তবে প্রথম দুটো টেস্ট পাঁচদিন গড়ায়নি। তিন, সাড়ে তিন দিনে শেষ হয়ে গিয়েছে। যার ফলে ও বিশ্রাম পেয়েছে। বুমস খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই ওর ওয়ার্কলোডের বিষয়টা আমাদের মাথায় থাকবে।'

ওয়াংখেড়ের পিচ প্রত্যেকদিন প্রথম এক ঘণ্টা সিমারদের সাহায্য করবে। বুমরাকে বিশ্রাম না দেওয়ার এটা আরও একটা কারণ। এই প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন, 'আমার মনে হয় ওয়াংখেড়ে পেসারদের সাহায্য করবে। সকালের দিকে পিচে আদ্রতা থাকবে। শিশিরও থাকবে। তাই প্রথম সেশনে বল সুইং করবে। যদিও পিচ নিয়ে আমি এখনও কিছু জানি না। কারণ উইকেট ঢাকা আছে। তবে পিচ শক্ত হলে, তাতে সুইং থাকবে। সাধারণত ওয়াংখেড়েতে প্রথম সেশনে ফাস্ট বোলারদের মুখে হাসি থাকে।' গম্ভীরের ডেপুটি মনে করেন, এক দশক পর ঘরের মাঠে সিরিজ হারায় এবার আত্ম প্রতিফলনের সময় হয়ে গিয়েছে। তবে আপাতত মুম্বই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকাই লক্ষ্য রোহিতদের।