আজকাল ওয়েবডেস্ক: লিস্ট এ ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়া সেঞ্চুরি করলেন। বিজয় হাজারে ট্রফিতে বরোদা বনাম বিদর্ভ ম্যাচে পাণ্ডিয়া রুদ্র মূর্তি ধারণ করলেন।
৫ উইকেটে ৭১ রানে একসময়ে ধুঁকছিল বরোদা। হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং বিক্রমে ধাক্কা সামলে নেয় বরোদা। শেষমেশ ৫০ ওভারে বরোদা তিনশোর কাছাকাছি রান করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরোদা। দ্বিতীয় ওভারেই খাতা না খুলে ফিরে যান ফর্মে থাকা অমিত পাসি। আরেক ওপেনার নিত্য পাণ্ডিয়া ১৫ রানে ফিরে যান। প্রিয়াংশু মলিয়া (১৬), অতীত শেঠ (২১) ক্রুনাল পাণ্ডিয়া (২৩) ও জীতেশ শর্মা (৯) উল্লেখযোগ্য রান না পেলেও হার্দিক পাণ্ডিয়া ৯২ বলে ১৩৩ রান করেন। ৮টি চার ও ১১টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।
পাঁচ উইকেটে ৭১ যখন বরোদার রান তখন দলের ইনিংসের হাল ধরেন দুই পাণ্ডিয়া ভাই। একশোর উপরে নিয়ে যান স্কোর। দুই ভাইয়ের মধ্যে হার্দিক পাণ্ডিয়া আগ্রাসী ব্যাটিং করেন। ক্রুনালের অবদান বেশি না থাকলেও হার্দিক দলকে টেনে নিয়ে যান। ক্রুনাল যখন ফিরে যান, তখন দলের রান ছিল ৬ উইকেটে ১৩৬।
উইকেট পতন হার্দিককে থামাতে পারেনি। পঞ্চাশ করার পরে বিষ্ণু সোলাঙ্কির সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। ৩৭-তম ওভারে সোলাঙ্কি ২৬ রানে ফিরে যান। রাজ লিম্বানির সঙ্গে হার্দিক পার্টনারশিপ গড়ে দলের রান দুশোর উপরে নিয়ে যান।
6⃣,6⃣,6⃣,6⃣,6⃣,4⃣ 🔥
— BCCI Domestic (@BCCIdomestic)
A maiden List A 💯 brought up in some style 🔥
Hardik Pandya was on 66 off 62 balls against Vidarbha...and then he went berserk in the 39th over to complete his 100, smashing five sixes and a four 💪
Scorecard ▶️ https://t.co/MFFOqaBuhP#VijayHazareTrophy… pic.twitter.com/pQwvwnI7lbTweet by @BCCIdomestic
৬৮ বলে সেঞ্চুরি হাঁকান হার্দিক। তাঁর এগারো বছরের কেরিয়ারে এটা প্রথম সেঞ্চুরি।
একশো করার পরেও শান্ত হননি হার্দিক। সেঞ্চুরি করার পরেও একই গতিতে রান তোলেন তিনি। ৪৫.২ ওভারে পাণ্ডিয়া আউট হন ২৫৮ রানে।
১৩৩ রানে ফিরে যাওয়ার পরেও বরোদা ২৯৩ রানে শেষ হয় ইনিংস।
৩৯-তম ওভারে হার্দিক ৩৪ রান নেন। পাঁচটা ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান তিনি। এই ৩৪ রান হার্দিককে ৬৬ থেকে পৌঁছে দেয় সেঞ্চুরিতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ২৫ বলে দুরন্ত ৬৩ রানের ইনিংস খেলেছিলেন। পাণ্ডিয়ার দৌরাত্ম্যে ভারত ২৩১ রানের পাহাড়প্রমাণ রান তোলে। সিরিজও জিতে নেয় ভারত। এবার ঘরোয়া ক্রিকেটেও পাণ্ডিয়া ঝড় তুললেন ব্যাট হাতে।
