আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে খেলতে পারেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। বিজয় হাজারেতে হার্দিকের পারফরম্যান্স ভাল হলে তা ভারতীয় দলের জন্য সুখবর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সুবিধা পাবে ভারত। চলতি ঘরোয়া ক্রিকেটের মরশুমে হার্দিক পান্ডেয়া বরোদার শুরুর স্কোয়াডে ছিলেন না। তবে জানা গিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে প্রথমবারের মত তাঁকে মাঠে দেখা যেতে পারে। তাঁর প্রথম ম্যাচে বরোদার প্রতিপক্ষ বাংলা। ম্যাচটি ২৮ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলতে দেখা গিয়েছে হার্দিককে।

 

দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তবে সেমিফাইনালে তাঁরা মুম্বাইয়ের কাছে পরাজিত হন। হার্দিক পান্ডেয়ার একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ভারতের জন্য বড় সুখবর। প্রথমে জানা গিয়েছিল, বিজয় হাজারেতে নক আউট পর্ব থেকে খেলতে দেখা যাবে হার্দিককে। তবে গ্রুপ পর্যায় থেকেই হার্দিক খেলায় বরোদার নকআউটে ওঠার সম্ভাবনা বাড়বে। ২০২৩ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপের পর প্রথমবার ৫০ ওভারের ম্যাচে নামতে চলেছেন হার্দিক। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান।

 

তিনি ছিলেন দলের একমাত্র ফাস্ট-বোলিং অলরাউন্ডার, যিনি ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য এনে দিতেন। তাঁর অনুপস্থিতিতে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ফাইনালে তাঁর বোলিংয়ের অভাব স্পষ্ট বোঝা গিয়েছিল। বিজয় হাজারে ট্রফিতে হার্দিকের অংশগ্রহণ ভারতীয় দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুবিধা। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে তিনি স্কোয়াডে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি দলের পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে হার্দিকের।