দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেই দুই ভারতীয় তারকা ভারতীয়, কেন?

ইডেনে ভারতের ভরাডুবি।

আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকেই লক্ষ্য ভারতের। সেই কারণে কোয়াড্রিসেপের চোট সারিয়ে ওঠা হার্দিক পাণ্ডিয়াকে হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে না। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে জশপ্রীত বুমরাহকেও হয়তো প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। 

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে কোয়াড্রিসেপে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামতে পারেননি তিনি। বিসিসিআই-এর একটি  সূত্র পিটিআই-কে বলেছেন, ''কোয়াড্রিসেপের চোট ধীরে ধীরে সারিয়ে উঠছে হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই পাখির চোখ করছে হার্দিক। বিসিসিআই-এর মেডিক্যাল টিমও হার্দিককে নিয়ে সেই দিকেই ফোকাস করছে।'' 

জাতীয় দলের জার্সিতে ফেরার আগে পাণ্ডিয়াকে নিজের ফিটনেসের পরীক্ষা দিতে হবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলে হার্দিককে প্রমাণ করতে হবে তিনি ফিট। তার পরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেখা যাবে পাণ্ডিয়াকে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারত তিন ম্যাচের ওয়ানডে খেলবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচের গুরুত্ব সেভাবে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হবে ভারত। আইপিএলের পরে সিনিয়র ক্রিকেটাররা ২০২৭ বিশ্বকাপে ফোকাস করবে।  

এদিকে প্রথম টেস্টে ভারতের ভরাডুবি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা প্রকট হয়ে দেখা গিয়েছে। 

১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের দ্বিতীয় ইনিংস। ৩০ রানে হার মানে ভারত। 

ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, এই ধরনের পিচ দীর্ঘ ফরম্যাটের সৌন্দর্য নষ্ট করে দেয়। ভাজ্জির মত, বিরাট কোহলি ও শচীন তেণ্ডুলকররাও এই পিচে বাঁচতে পারতেন না।