আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার এশিয়া কাপের দল নিয়ে খুশি নন হরভজন সিং। মহম্মদ সিরাজের হয়ে সওয়াল করেন প্রাক্তন স্পিনার। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সের জন্য তাঁকে দলে নেওয়া উচিত ছিল বলে দাবি করেন ভাজ্জি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সিরাজ। ৯ ইনিংসে ২৩ উইকেট তুলে নেন। তাসত্ত্বেও যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে বেছে নেয় নির্বাচক মণ্ডলী। ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেন সিরাজ। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর লাল বলের ক্রিকেটে ফোকাস করেন। টি-২০ দলে আর সুযোগ পাননি। হরভজন মনে করেন, সিরাজ থাকলে ভারতীয় বোলিং আরও শক্তিশালী হত। ভাজ্জি বলেন, 'আমার মনে হয় সিরাজকে দলে রাখা উচিত ছিল। ইংল্যান্ড সিরিজে সিরাজ খুবই ভাল বল করছে। মানছি ও ইংল্যান্ডে প্রচুর বল করেছে। তবে যথাযথ বিশ্রামও পেয়েছে। তাই ওকে নেওয়াই যেত। ও থাকলে দলের বোলিং আরও শক্তিশালী হত। সিরাজ একটা এক্স ফ্যাক্টর নিয়ে আসে। সেটা মিস করবে ভারতীয় দল।'

ভারতের প্রাক্তন স্পিনার মনে করেন, শ্রেয়স আইয়ারের‌ও দলে জায়গা পাওয়া উচিত ছিল। জানান, তাঁর বাদ পড়ায় খুবই অবাক হয়েছেন তিনি। দাবি করেন, দলে জায়গা পাওয়ার জন্য সবকিছু করেছেন শ্রেয়স। কিন্তু তাসত্ত্বেও পুরস্কৃত করা হয়নি তাঁকে। ভাজ্জি বলেন, 'আমি ভেবেছিলাম শ্রেয়স দলে জায়গা পাবে। প্রচুর রান করে। আইপিএল ফাইনালে খেলে। ভাল ফর্মে ছিল। আমার মনে হয়, দলে ওর নাম থাকা উচিত ছিল। কার বদলে ওকে নেওয়া হবে, সেটা নির্বাচকদের ভাবা উচিত ছিল। কাউকে নিতে হলে, বা বাদ দিতে হলে, জায়গা বের করতে হয়। শ্রেয়সের নাম না দেখে আমি অবাক হয়েছি।' ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু। গ্রুপ এ-তে রয়েছে ভারত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার। ১৪ আগস্ট ভারত-পাকিস্তান মহারণ। প্রসঙ্গত, শ্রেয়সের বাদ পড়া নিয়ে সওয়াল তোলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। রবিচন্দ্রন অশ্বিন প্রশ্ন করেন, 'দলে জায়গা পেতে আর কী করতে হবে শ্রেয়সকে?' টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি অভিষেক নায়ার মনে করেন, শ্রেয়স আইয়ারকে পছন্দ করে না নির্বাচকরা। কারণ তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ তাঁর যুক্তিসংযত মনে হয়নি।