আজকাল ওয়েবডেস্ক: রবিবার এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব হাসিমুখে বলেন, দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে আর ক্রিকেটীয় পরিভাষায় সেরা লড়াই বলা যায় না। গ্রুপ স্টেজে উড়িয়ে দেওয়ার পর সুপার ফোরে ৬ উইকেটে জয়। সূর্য জানিয়ে দেন, রেজাল্টই যথেষ্ট। পাকিস্তানের একজন সিনিয়র সাংবাদিক ভারত অধিনায়ককে প্রশ্ন করেন, দুই দলের মধ্যে পার্থক্য অনেকটা বেড়ে গিয়েছে কিনা? হাসিমুখে সূর্যকুমার বলেন, 'স্যার, একটা অনুরোধ করতে চাই। এখন আর ভারত-পাকিস্তান ম্যাচ মহারণ নয়।' তার উত্তরে পাকিস্তানি সাংবাদিক বলেন, তিনি মানের কথা বলছিলেন, দ্বৈরথের কথা নয়। তার উত্তরে সূর্য পাল্টা বলেন, 'স্যার, দ্বৈরথ এবং মান, সবই এক। মহারণ মানে কি? যদি দুটো দল ১৫ ম্যাচ খেলে, এবং রেজাল্ট ৮-৭ হয়, সেটা দ্বৈরথ। এখানে ১৩-১ বা ১২-৩। তাই কোনও লড়াই নয়।'

সোশ্যাল মিডিয়ায় সূর্যকে পূর্ণ সমর্থন হরভজন সিংয়ের। তবে সঙ্গে একটু মশকরা জুড়ে দেন। শুভমন গিল এবং অভিষেক শর্মার হ্যারিস রউফের সঙ্গে তর্কাতর্কির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন স্পিনার। তার ক্যাপশনে লেখেন, 'একতরফা লড়াই। চক দে ইন্ডিয়া।' সঙ্গে হাসির ইমোজি দেন। প্রথমে 'সেরা দ্বৈরথ' লিখেছিলেন ভাজ্জি। পরে 'সেরা' শব্দটি সরিয়ে দেন। পরিসংখ্যান সবকিছু বলে দিচ্ছে। টি-২০ তে মোট ১৫ বার দুই দেশের সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ১২ বার জিতেছে ভারত। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে সাদা বলের ক্রিকেটে টানা সাতবার পাকিস্তানকে হারায় ভারত। গত কয়েক বছরে দুই দলের মধ্যে পার্থক্য আরও বেড়েছে। দলের কয়েকজনের অবসরের পর আরও সমস্যায় পড়ে গিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের দুই সাক্ষাৎ তার প্রমাণ। গ্রুপ পর্বে অনায়াসে ১২৮ রান তাড়া করে জেতে ভারত। সম্প্রতি যতবার দুই দেশের সাক্ষাৎ হয়েছে, একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। তাই চিরশত্রুদের কটাক্ষ করার সুযোগ কোনওভাবে হাতছাড়া করেননি ভাজ্জি।