আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনের উইকেট নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ঘরের মাঠে দুটো ম্যাচ হেরেছে কলকাতা। জয় একটিতে। রাহানেদের দাবি, হোম টিমের অ্যাডভান্টেজ তারা পাচ্ছেন না। বিতর্কের কেন্দ্রে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি।


লখনউ ম্যাচে হারের পর এই প্রশ্ন আরও তীব্র আকার ধারণ করেছে। যদিও এই বিতর্কে গুজরাট টাইটান্সের সিওও কর্নেল অরবিন্দর সিং জানিয়েছেন, উইকেট নিয়ে কোনও বিতর্ক থাকা উচিত নয়। বলা ভাল ইডেনের পিচ কিউরেটরের পাশে দাঁড়িয়েছেন তিনি।


অরবিন্দর সিংয়ের কথায়, ‘‌এই বিষয়ে নিয়মকানুন খুবই স্পষ্ট। এটা শুধু এই মরসুম থেকে নয়। এটা ঘটনা কোনও ফ্রাঞ্চাইজির এটা বলার অধিনার নেই যে এরকম উইকেট চাই। এটা প্রত্যেককেই মানতে হবে। এর অন্যথা হয় না।’‌ তিনি আরও বলেছেন, ‘‌ঘরের মাঠের সুবিধা বলতে আমি বুঝি তোমার মাঠ তুমি সবচেয়ে ভাল চেনো। পরিস্থিতি সবচেয়ে ভাল তুমি বুঝবে। যারা খেলতে আসছে তারা নিশ্চয়ই নয়। কারণ এখানেই তুমি বেশিরভাগ ম্যাচ খেলছ। অনুশীলনও করছ। এই দৃষ্টিকোণ থেকে ঘরের মাঠের সুবিধার কথা বলা যেতেই পারে। তাই বলে পছন্দের উইকেট কেন?‌ তুমি ঘরের মাঠের সব সুবিধা নাও না। অসুবিধা তো নেই। কিন্তু অন্যায় আবদার করলে তো মুশকিল।’‌ তিনি এরপরই যোগ করেন, ‘‌এর চেয়ে বলা ভাল আমার এই ধরনের উইকেট চাই ঘরের মাঠে। তাতে মনে হয় না কারও সঙ্গে ঝামেলা হবে।’‌ 


আপাতত ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কেকেআর উঠে এসেছে তিন নম্বরে। চেন্নাইকে বড় ব্যবধানে শুক্রবার হারিয়েছেন রাহানেরা। নাইটদের পরের ম্যাচ ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে।