আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লিতে লিওনেল মেসির ভারত সফরের শেষ পর্বকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে মেসির সফরের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে দিল্লির দূষণও।

সোমবার সকালে রাজধানী ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। দৃশ্যমানতা নেমে আসে প্রায় শূন্যে, যান চলাচল ব্যাহত হয় সকালের দিকে।

ভক্তরা বলছেন, শীতল এবং ধোঁয়াশায় ঢাকা দিল্লি মেসিকে স্বাগত জানাতে নিজের পরিচিত রূপেই হাজির হয়েছে। ভারতীয় মৌসম ভবন (IMD) কুয়াশার জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে শহর জুড়ে।

সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে মেসির দিল্লি সফরের পাশাপাশি শহরের দূষণ, ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যা সামনে এসেছে।

বলা হচ্ছে, বর্তমানে দিল্লির দূষণের যা অবস্থা তা মেসির ২৭টা সিগারেট খাওয়ার সমান। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা।

কুয়াশাচ্ছন্ন রাস্তা, মুখে মাস্ক পরা যাত্রী এবং ধোঁয়ায় ঢাকা আকাশরেখার ছবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যেই শুরু হয় মিমের বন্যা।

সোশ্যাল মিডিয়ায় একটি মিমে লেখা হয়েছে, ‘মেসি, তোমাকে দিল্লিতে স্বাগত। শুনেছি তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা আছে। কিন্তু ফুসফুসের কী হবে?’

উল্লেখ্য, মেসির মুম্বই সফর ছিল রীতিমত চোখে পড়ার মতো। ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ছিল নিখুঁত ব্যবস্থাপনা।

সেখানে মেসি তরুণ ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলেন, পেনাল্টি শুটআউটে অংশ নেন এবং ভারতের দুই তারকা সুনীল ছেত্রী ও সচিন তেন্ডুলকরের সঙ্গে জার্সি বিনিময় করেন।

মুম্বইয়ের এই সফল আয়োজনের প্রশংসা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। সোশ্যাল মিডিয়ায় তিনি ভিড় নিয়ন্ত্রণ ও অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করেন।

কলকাতার ঘটনার পর হায়দরাবাদ ও মুম্বইয়ে শান্ত ও সুশৃঙ্খল অনুষ্ঠান হওয়ায় মনে করা হচ্ছিল, আগের ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে।

এবার দিল্লিতে কুয়াশা, দূষণ ও মিমের মধ্যেই শেষ পর্বের আয়োজন করতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর সঙ্গে যোগ হয়েছে বিরাট কোহলির মতো তারকাদের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের গুঞ্জন।

যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়েছে। সূত্রের খবর, অরুণ জেটলি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি উচ্চপর্যায়ের সাক্ষাৎ করার কথা রয়েছে লিওনেল মেসির।