আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং সবাই দেখেছেন। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বল হাতে ম্যাজিক দেখালেন ম্যাড ম্যাক্স।
ব্যাটিং না করে শুধু বোলিং দিয়ে তিনিই ম্যাচের সেরা হন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫ বার ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সোয়েল। তাঁর উপরে রয়েছেন কেবল ক্রিস গেল।
মেজর লিগ ক্রিকেটে সিয়াটলের বিরুদ্ধে আট উইকেটে জেতে ম্যাক্সওয়েলের দল ওয়াশিংটন ফ্রিডম। নতুন বলে ম্যাক্সওয়েলের অফ স্পিনে নাস্তানাবুদ হন প্রতিপক্ষের ব্যাটাররা। সিয়াটল শেষ হয়ে যায় ৮২ রানে।
চার ওভার হাত ঘোরান ম্যাক্সওয়েল। ১২ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। রান তাড়া করতে নেমে ৯.২ ওভারেই ম্যাচ জিতে নেয় দল। ম্যাচ আগেই জিতে যাওয়ায় আর ব্যাট করতে নামেননি ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টি ফরম্যাটে এবার নিয়ে দ্বিতীয়বার ব্যাট না করেই ম্যাচের সেরা হন ম্যাক্সওয়েল। ৪৫ বার ম্যাচের সেরা হয়ে অ্যালেক্স হেলসের পাশে তিনি। টি-টোয়েন্টিতে ৪৬৩ ম্যাচে সর্বোচ্চ ৬০ বার ম্যাচের সেরা হন গেল। অজি তারকা ৪৫ বার ম্যাচ সেরা হন ৪৭৫টি ম্যাচ খেলে।
