আজকাল ওয়েবডেস্ক: ঝড়-বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ওভার সংখ্যা কমে গিয়েছিল। ২০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয়েছিল সাত ওভারে। ওই সাত ওভারের ম্যাচে ঝড় তুললেন  গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ১৯ বলে ঝোড়ো ৪৩ রান করেলন ম্যাড ম্যাক্স। পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল ম্যাক্সওয়েলের ইনিংস। শেষের দিকে মার্কাস স্টোয়নিস মাত্র ৭ বলে ২১ রান করেন। সব মিলিয়ে ৭ ওভারে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ৯৩ রান। 
ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জেতে ২৯ রানে। অজিদের ৯৩ রান তাড়া করতে নেমে পাকিস্তান সাত ওভারে করে ৯ উইকেটে ৬৪। 
ম্যাক্সওয়েল ধরা দিলেন অন্য অবতারে। তৃতীয় অজি ব্যাটার হিসেবে ম্যাক্সওয়েল দশ হাজার রান অতিক্রম করলেন।  তাঁর আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার (১২,৪১১) ও অ্যারন ফিঞ্চ (১১,৪৫৮)। 

?ref_src=twsrc%5Etfw">November 14, 2024


৪৪৮ ম্যাচে ম্যাক্সওয়েল এখন ১০,০৩১ রানের মালিক। সাতটি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরি তাঁর ঝুলিতে। অপরাজিত ১৫৪ ম্যাক্সওয়েলের সর্বোচ্চ রান এই ফরম্যাটে। আব্বাস আফ্রিদির বলে ফিরতে হয় ম্যাড ম্যাক্সকে। পাক বোলারদের বিরুদ্ধে এমন সব শট খেলেছেন ম্যাক্সওয়েল যা দেখার পরে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, এই লোকটার ব্যাটিং দেখার জন্যই মানুষ টাকা খরচ করে।