আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ তে সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে শুরুতেই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন গৌতম গম্ভীর। দুই মহাতারকার একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য মঙ্গলবার উড়ে যাবে ভারতীয় দল। রোহিত, কোহলি দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছে। এটাই কি দুই মহাতারকার দেশের জার্সিতে শেষ একদিনের সিরিজ হতে চলেছে? ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি রো-কো জুটি টিকে থাকতে পারবে? বরাবরই স্পষ্ট বক্তা গম্ভীর। নিজের মনোভাব জানাতে দ্বিধা করেন না। কিন্তু এদিন বিরাট, রোহিত নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। অজিত আগরকরের সঙ্গে সুর মেলালেন ভারতের হেড কোচ। জানান, ২০২৭ বিশ্বকাপের এখনও দু'বছর বাকি। আপাতত ফোকাস অস্ট্রেলিয়া সিরিজে।
গম্ভীর বলেন, 'একদিনের বিশ্বকাপ শুরু হতে এখনও আড়াই বছর বাকি। আমাদের বর্তমান নিয়ে ভাবা উচিত। দু'জনেই কোয়ালিটি প্লেয়ার। আশা করছি অস্ট্রেলিয়া সফরে দু'জনেই সাফল্য পাবে।' অর্থাৎ, বোঝাই যাচ্ছে দুই তারকার বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে। বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন বিরাট এবং রোহিত। দু'বছর পর কেমন ফর্মে থাকবে দু'জন তার ওপর নির্ভর করবে। দু'বছর পর তাঁরা ফিট থাকবে কিনা সেটাও বড় প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলির ৩৮। সম্প্রতি রোহিতের জায়গায় অধিনায়ক করা হয় শুভমনকে। ফেব্রুয়ারি-মার্চে শেষবার দেশের জার্সিতে খেলেন দুই তারকা। ফাইনালের সেরা হন রোহিত। সেরা পাঁচ ব্যাটারের মধ্যে ছিলেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাওয়ার পর থেকে বিরাট, রোহিতের একদিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। শুভমন গিলকে অধিনায়ক করায়, বিসিসিআইয়ের বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে। বোর্ডের বিশ্বাস, দু'বছর পর একদিনের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আদর্শ প্রার্থী গিল।
দুই তারকার বিশ্বকাপ খেলা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের ভিন্ন মতামত। দু'বছর পর রো-কো জুটিকে দেখতে চান অনিল কুম্বলে। তবে বর্তমানে এই বিষয়টি নিয়ে বেশি ভাবতে চান না। কুম্বলে বলেন, 'দু'জন প্লেয়ারের ক্রিকেট জীবন উদযাপন করুন। বিগত বছরগুলোতে দু'জন ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। হয়তো ওদের মাথায় ২০২৭ বিশ্বকাপ ঘুরছে। তবে এখনও দু'বছর বাকি আছে। ভবিষ্যতে অনেক ম্যাচ আছে। ওদের মাঠে নেমে উপভোগ করা উচিত। রোহিত এখন আর অধিনায়ক নেই। তাই ওর কাঁধে আর নেতৃত্বের চাপ নেই। ওর উচিত প্রতিটা মুহূর্ত উপভোগ করা। আমার মনে হয় না ওদের এখনই ২০২৭ বিশ্বকাপের কথা ভাবা উচিত। দু'জনের অভিজ্ঞতা আছে। তাই আমরা চাইব ওরা বিশ্বকাপের দলে থাকুক। তবে বছর প্রতি ভাবা উচিত।' অস্ট্রেলিয়ার মাটিতে যে দুই মহাতারকাকে প্রশ্নের মুখে পড়তে হবে, সেটা বলাই বাহুল্য।
