আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে আর তিনদিন বাকি। তার আগেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে এসেছিলেন। প্রথম টেস্টের আগেই ফিরে যাবেন ইংল্যান্ডে। তবে সিরিজ শুরুর আগে পুরোনো সতীর্থকে নিয়ে বড় দাবি দীনেশ কার্তিকের। তিনি মনে করেন, ট্যাকটিক্যাল দিকে গম্ভীর ভাল। তবে ম্যান ম্যানেজমেন্টে আরও উন্নতি করতে হবে। ভারতের কোচ হিসেবে সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেও, এখনও টেস্টে নিজের জায়গা পাকা করতে পারেননি। তিনি দায়িত্ব নেওয়ায় পর বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। ঘরের মাঠে কিউয়িদের হাতে ধরাশায়ী হয় রোহিত, কোহলিরা। তারপর বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থতা। যার ফলে ফেভারিট হয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেনি টিম ইন্ডিয়া।
কার্তিক মনে করেন, অধিনায়ক থাকাকালীন যতটা আগ্রাসী ছিলেন গম্ভীর, কোচ হিসেবে ততটা হতে পারবেন না। ইংল্যান্ড সিরিজ শুরুর প্রাক্কালে এমনই জানালেন প্রাক্তন সতীর্থ। কার্তিক বলেন, 'ট্যাকটিক্যাল দিক থেকে গৌতি খুব ভাল কোচ। কিন্তু ম্যান ম্যানেজমেন্টে উন্নতি করতে হবে। তবে ও প্লেয়ারদের পাশে দাঁড়ায়। পছন্দের প্লেয়ারকে সমর্থন করে। সেটা খুবই ভাল। তবে আমার মনে হয়, অধিনায়ক থাকাকালীন যতটা আগ্রাসী ছিল, কোচ হিসেবে সেটা পারবে না। একাধিক ব্যক্তিত্বকে সামলাতে হয়। ওদের ওপর ভরসা রাখতেই হবে। এটাই চ্যালেঞ্জ।' লাল বলের ক্রিকেটে ভারতের খারাপ সময়, প্লেয়ারদের সঙ্গে কোচের মতপার্থক্যের কথা শোনা গিয়েছে। তবে এবার তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই সুযোগ দু'হাতে লুফে নিতে চাইবেন গম্ভীর। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।
