আজকাল ওয়েবডেস্ক: তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে নতুন যুগ সূচনার মুখে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির আকস্মিক অবসর ক্রিকেটমহলকে অবাক করেছিল। তারপর নতুন অধিনায়ক নিযুক্ত হন শুভমন গিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে তরুণ নেতার। এই সিরিজে বেশ কয়েকজন প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছে। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএলে দারুণ পারফরম্যান্সের জেরে সুযোগ পান সাই সুদর্শন। সাদা বলের ক্রিকেটে নজর কাড়ার পর প্রথমবার টেস্ট দলে ডাক পান অর্শদীপ সিং।
দু'জনকে স্বাগত জানিয়ে, লাল বলে তাঁদের সাফল্যের কামনা করেন গৌতম গম্ভীর। তিনি বলেন, 'প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া স্পেশাল। আমি সাইকে স্বাগত জানাতে চাই। শেষ তিনটে মাস ওর দারুণ কেটেছে। আশা করব লাল বলেও সফল হবে। আমি অর্শদীপ সিংকেও স্বাগত জানাই। সাদা বলের ক্রিকেটে তুমি দুর্দান্ত। আমি নিশ্চিত, লাল বলের ক্রিকেটেও তুমি সফল হবে।' সাত বছর পর ভারতীয় দলে ফেরেন করুণ নায়ার। গম্ভীর জানান, কোনও প্রত্যাবর্তনই সহজ নয়। তাই কামব্যাক ম্যানের জন্যও দেন বিশেষ বার্তা। গম্ভীর বলেন, 'কামব্যাক সহজ নয়। তারও আবার সাত বছর পর। আগের বছরটা অসাধারণ গিয়েছে। প্রচুর রান করেছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হার না মানা মনোভাব। সেটা গোটা দলের কাছে অনুপ্রেরণার। আমি শুভমনকেও অভিনন্দন জানাতে চাই। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। লিডারশিপ দলের অঙ্গ হওয়ায় ঋষভ পন্থকেও শুভাচ্ছা।'
