আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই ইংল্যান্ড সফরে এসেছে ভারত। 

এই দুই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি কি ভারতীয় শিবিরে রক্তাল্পতা আনবে না? 

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের বল গড়াবে ২০ জুন। দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বললেন, কোহলি ও রোহিত না থাকায় স্বস্তিতে গৌতম গম্ভীর। 

শুনতে অন্যরকম লাগলেও মঞ্জরেকরের যুক্তি, দেশের দুই তারকা ক্রিকেটারই ফর্মে ছিলেন না। অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলের বিরুদ্ধে ইংল্যান্ডকেই এগিয়ে রয়েছেন মঞ্জরেকর। তিনি বলেছেন, ''ইংল্যান্ড ফেভারিট হিসেবে শুরু করছে। তবে ভারতও কিন্তু ভয়ঙ্কর। কারণ ওরা খুব স্পিরিটেড। দুই সিনিয়র ব্যাটার ফর্মে নেই। আত্মবিশ্বাসও তলানিতে ছিল। তাঁদের অন্ধকার ছায়া দলের উপরে আর পড়বে না। কোচ গম্ভীর অনেকটাই স্বস্তিতে থাকবে।'' 
 
ইংল্যান্ডের জলহাওয়া ভারতীয় ক্রিকেটারদের  পরীক্ষা নেবে। সেই কারণে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য মঞ্জরেকর পরামর্শ দিয়েছেন।