আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্ট হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ার পর বেশ কয়েকটা বিতর্কিত তথ্য সামনে উঠে আসছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের জন্য চেতেশ্বর পূজারাকে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কিন্তু তাতে রাজি হয়নি বিসিসিআই। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে, এমসিজিতে হারের পর প্রচণ্ড চটে যান গম্ভীর। ড্রেসিংরুমেই মেজাজ হারান। সেই রিপোর্টেই দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের সময় চেতেশ্বর পূজারাকে নেওয়ার কথা জানান ভারতের হেড কোচ। দল নির্বাচন নিয়ে টিম ইন্ডিয়ার সাজঘরও বিভক্ত।
শুধু দল নির্বাচনের সময়ই নয়, একাধিকবার পূজারাকে দলে নেওয়ার দাবি জানান গম্ভীর। পারথ টেস্টের আগেও অনুরোধ করেন। কিন্তু তাঁর অনুরোধে কর্ণপাত করেনি নির্বাচক কমিটি। এমনকী প্রথম টেস্ট জেতার পরও পূজারাকে নেওয়ার জন্য আবার অনুরোধ জানান গম্ভীর। ১০৩ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। গড় ৪৩.৬০। শেষ দুই বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কিন্তু ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে আর ভারতের হয়ে খেলেননি। চলতি সিরিজে হিমশিম খায় ভারতীয় টপ অর্ডার। পূজারা না থাকায় অবাক হয়েছিলেন প্যাট কামিন্স। হাঁফ ছেড়ে বাঁচেন জস হ্যাজেলউড। প্রথম একাদশ বাছা নিয়ে নাকি রোহিত এবং নির্বাচকদের সঙ্গে একমত নন গম্ভীর। হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার সিদ্ধান্তে সমর্থন ছিল না তাঁদের। সব মিলিয়ে একেবারেই ফিল গুড পরিবেশ নেই ভারতীয় ড্রেসিংরুমে।
