আজকাল ওয়েবডেস্ক: তরুণ পেসার হর্ষিত রানাকে ভবিষ্যতের বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই লক্ষ্যেই এগোচ্ছেন গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এমনটাই জানালেন ভারতীয় দলের বর্তমান হেড কোচ। রবিবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর গম্ভীর বলেন, হর্ষিতের ব্যাটিং দক্ষতা ওকে নির্ভরযোগ্য আট নম্বর ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

তিন ম্যাচে চার উইকেট নেওয়া হর্ষিত যদিও এখনও ব্যাট করার তেমন সুযোগ পাননি, তবু কোচের বিশ্বাস হর্ষিতের মধ্যে অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে ভারতের ১৩ রানের জয়ে হর্ষিত নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। রায়পুরে তার বোলিং ফিগার ছিল ১/৭০। আর তৃতীয় ওয়ানডেতে ভিজাগে তার বোলিং ছিল ৮–২–৪৪–০।

সীমিত অভিজ্ঞতা সত্ত্বেও হর্ষিত, প্রসিদ্ধ কৃষ্ণ ও অর্শদীপ সিংয়ের পারফরম্যান্সে খুশি গম্ভীর বলেন, দল গঠন ও সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াই এখন মূল লক্ষ্য।

গম্ভীর বলেন, ‘আমরা হর্ষিতের মতো এমন কাউকে গড়ে তুলতে চাই, যে আট নম্বরে নেমে ব্যাটে অবদান রাখতে পারবে। কারণ দু'বছর পর আবার দক্ষিণ আফ্রিকা সফরে গেলে আমাদের তিনজন পেসার লাগবে। হর্ষিত যদি বোলিং অলরাউন্ডার হিসেবে উন্নতি করে, সেটা দলের জন্য বড় সুবিধা হবে। বুমরা ফিরবে, আর এই সিরিজে অর্শদীপ, প্রসিদ্ধ ও হর্ষিত যেভাবে খেলেছে তা অসাধারণ।’

তিনি আরও যোগ করেন, ‘এই তিন পেসারের কেউই ৫০ ওভারের ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ নয়। ১৫টিরও কম ওয়ানডে খেলেছে তারা। তবুও কাজটা দারুণভাবে করেছে। হর্ষিতকে যদি আট নম্বরে নামিয়ে দলের ব্যাটিং ক্ষমতা বাড়াতে পারি, তা হলে আমাদের দল আরও ভারসাম্যপূর্ণ হবে। তবে এখনও অনেক পথ বাকি।’

উল্লেখ্য, ব্যাট হাতে হর্ষিত রানা এর আগেও বেশ কয়েকবার কার্যকরী ইনিংস খেলেছেন। গত অক্টোবরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ৩৩ বলে ৩৫ রান করেন, যার মধ্যে ছিল তিনটি চার ও একটি ছক্কা।

একই সফরে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে আসে ১৮ বলে ২৪ রান। যার মধ্যে তিনটি বাউন্ডারি। ফার্স্ট–ক্লাস ক্রিকেটেও হর্ষিতের ব্যাটিং নজরকাড়া।

১৪ ম্যাচে তাঁর গড় ৩১.১৮; একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি রয়েছে। ২০২৩ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট জোনের বিপক্ষে নর্থ জোনের হয়ে তিনি খেলেন ৮৬ বলে অপরাজিত ১২২ রানের দুর্দান্ত ইনিংস; যাতে ছিল ১২ চার ও ন’টি ছক্কা।