আজকাল ওয়েবডেস্ক:‌ ঠান্ডা লড়াই চলছে গৌতম গম্ভীর ও ঋষভ পন্থের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি পন্থ। বরং উইকেটরক্ষক হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। এবং যথেষ্ট ভাল খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবশ্য গম্ভীর জানিয়েছিলেন, ‘‌পন্থ যথেষ্ট ভাল। কিন্তু ফর্মের বিচারে এগিয়ে আছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই প্রথম পছন্দ।’‌ আর সেটাই হয়েছে। 


সূত্রের খবর, গম্ভীরের উপর নাকি ভীষণ চটে রয়েছেন ঋষভ। এটা ঘটনা ৫০ ওভারের ক্রিকেটে পন্থকে সেভাবে সুযোগ দিচ্ছেন না গম্ভীর। তবে এটাও ঘটনা পন্থের অনুপস্থিতিতে ২০২৩ বিশ্বকাপে উইকেটের পিছনে রাহুল দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনিই খেললেন।


তবে টেস্টে পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে। বর্ডার গাভাসকার ট্রফিতে পন্থই ছিলেন উইকেটরক্ষক। কিন্তু একদিনের ক্রিকেটে সুযোগ মিলছে না। এতেই একাধিক সূত্রে দাবি করা হচ্ছিল, গম্ভীরের সঙ্গে বনিবনা হচ্ছে না পন্থের। কিন্তু এই জল্পনাকে উড়িয়ে শোনা যাচ্ছে, পন্থের বোনের বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন গম্ভীর। টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারই যাবেন সেখানে। বিরাট, রোহিতদেরও যাওয়ার কথা। গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও।


চলতি সপ্তাহে মুসৌরিতে পন্থের বোন সাক্ষীর বিয়ের আসর বসতে চলেছে। 


তবে বিয়ের অন্যান্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেখানে সস্ত্রীক পৌঁছে গিয়েছেন ধোনি, রায়নারা। পন্থের সঙ্গে তাঁদের নাচতেও দেখা গিয়েছে।