আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি খারাপ পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে চর্চা চলছে। তারমধ্যে দুই মহাতারকাকে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য রীতিমতো জোর দিচ্ছে সমর্থকদের একাংশ। তবে হেড কোচ গৌতম গম্ভীরের দিকে এখনও সেইভাবে আঙুল ওঠেনি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেকেই মনে করছে এই আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ব্যর্থ হলে গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজই ভারতের হেড কোচের ভাগ্য গড়ে দেবে। আকাশ চোপড়া বলেন, 'আমার মনে হয় আরেকটা ইংল্যান্ড সফর ভাগ্য গড়ে দেবে। তার আগে গম্ভীরকে বিসিসিআই কিছু বলবে বলে মনে হয় না। ইংল্যান্ড সফরের পর দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হবে। এক বছরে বিবর্তন নিশ্চিত করা উচিত। কোন কোন প্লেয়ারকে তৈরি করেছে, দলের পারফরম্যান্সে‌ উন্নতি হয়েছে কিনা দেখা যেতে পারে।'

টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জুতোয় পা গলান গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার মনে করেন, পারফরমেন্স রিভিউ করার আগে একজনকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত। তাঁর দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়া ব্যর্থ হলে, গম্ভীরকে সরানোর কথা ভাবতে পারে বোর্ড। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'কারোর পারফরমেন্স রিভিউ করার আগে তাঁকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত। ১২ মাস দরকার। তাই আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ড সফরের পর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করা উচিত। তারপর গৌতম গম্ভীরের পারফরম্যান্স রিভিউ করা যেতে পারে। ব্যাটার, বোলারদের নিয়ে যখন কাটাছেঁড়া করা হয়, কোচের পারফরম্যান্স নিয়েও করা উচিত।' বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলছে। তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারবেন রোহিত, বিরাটরা।‌