আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। টুর্নামেন্ট শুরুর পরও যা থামার নয়। এবার আরও একটি নতুন বিতর্ক সামনে এল। ভারত-বাংলাদেশ ম্যাচের লাইভ সম্প্রচারের সময় লোগোয় পাকিস্তানের নাম ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সম্প্রচারের সময় যে লোগো দেখা গিয়েছিল, তাতে পাকিস্তানের নাম ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশের নাম ছিল না। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। দ্রুত সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আইসিসি তড়িঘড়ি নড়েচড়ে বসে। 

সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার এক মুখপাত্র জানান, এটা টেকনিক্যাল সমস্যা। তিনি আরও জানান, ভারতের সব ম্যাচ সম্প্রচারের সময় লোগোতে পাকিস্তানের নাম থাকবে। আইসিসির মুখপাত্র বলেন, 'গ্রাফিক্স সংক্রান্ত টেকনিক্যাল সমস্যার জন্য লোগোয় পাকিস্তানের নাম ছিল না। পরের ম্যাচ থেকে ভুল শুধরে ফেলা হবে। ম্যাচ চলাকালীন লোগো বদলানো সম্ভব ছিল না।' একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনার লিখিত ব্যাখ্যা চেয়েছে আইসিসির থেকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে মৌখিকভাবে কারণ জানানো সত্ত্বেও তাতে সন্তুষ্ট নয় পিসিবি। প্রসঙ্গত, এর আগে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। দুই বোর্ড সংঘাতে জড়িয়ে পড়ে। তারপর ভারতের জার্সিতে পাকিস্তানের লোগো না রাখা নিয়ে দ্বিতীয় বিতর্কের সূত্রপাত। বিসিসিআই জানিয়েছিল, ভারত নিজেদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলায় জার্সিতে পাকিস্তানের নাম রাখা হয়নি। এই যুক্তি মেনে নেয়নি আইসিসি। ২০২১ টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানানো হয়, সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। ২০২১ টি-২০ বিশ্বকাপ কোভিডের জন্য দুবাইয়ে হলেও আয়োজক দেশ হিসেবে বাবরদের জার্সিতে নাম ছিল ভারতের। এবার হাই-ভোল্টেজ ম্যাচের আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোগো বিতর্ক।