আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ের পর সমালোচনার ঝড় বইছে। চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে যায় আয়োজক দেশ। বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। বাবর, রিজওয়ানদের তুলোধোনা করছে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ফ্যানদের আক্রোশের মুখেও পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। এমন সময় চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে বোমা ফাটালেন পাকিস্তান দলেরই এক প্রাক্তনী। সরফরাজ নওয়াজ মনে করেন, পাকিস্তান দলে কোনও ভারসাম্য ছিল না। এখানেই থামেননি। আরও বড় অভিযোগ তোলেন। জানান, উচ্চপর্যায়ের সুপারিশে অনেক ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে।
একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ নওয়াজ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারসাম্য ছিল না। কয়েকজনকে শুধুমাত্র উচ্চপর্যায়ের সুপারিশে নেওয়া হয়েছিল। দল ঘোষণার পর, আমি সাজিদ খান এবং নোমান আলির নাম প্রস্তাব করে পিসিবির চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন। এই দুই স্পিনার আগে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভাল খেলেছে। তবে তাঁদের নেওয়া হয়নি।' ক্রিকেটে ভারত যে পাকিস্তানকে অনেক পেছনে ফেলে দিয়েছে, সেটা অকপটে মেনে নিলেন নওয়াজ। এমনকী, স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। সেট আপে ঘনঘন বদলের জন্য পিসিবিকেও কাঠগড়ায় দাঁড় করান। সরফরাজ নওয়াজ বলেন, 'ক্রিকেটে ভারত যে পাকিস্তানকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তান ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় বোর্ড যেভাবে চালানো হচ্ছে, এটা একটা বড় কারণ। তাঁরা কেউই ক্রিকেটার নয়। সেই কারণেই তাঁরা জানে না কীভাবে এগোতে হবে। যারা আগে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে, তাঁদেরই আবার নেওয়া হয়েছে। তারমধ্যে পিসিবিতে একাধিক বদল। মাত্র দেড় বছরে তিনজন চেয়ারম্যান এবং চারজন অধিনায়ক বদলেছে। এরপর আর কী হতে পারে।' এমনিতেই পাকিস্তান ক্রিকেটের অবস্থা খারাপ। তারওপর এমন মারাত্মক অভিযোগ করে বসলেন প্রাক্তন পাক তারকা।
