আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের আধিপত্য দেখার পরে রীতিমতো বিস্মিত পাকিস্তানের প্রাক্তন তারকা বাসিত আলি।
এই বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে গিয়ে বাবর আজমদের টেস্টে মাটি ধরিয়ে এসেছে। কিন্তু সেই দলটা ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত দলটার মধ্যে কোনও মিলই খুঁজে পাচ্ছেন না বাসিত আলি। প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন, ''এই বাংলাদেশ দলই কি পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল? ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথমটায় হার মেনেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট কার্যত দু'দিনে হার মেনেছে ওরা। বৃষ্টিও ওদের বাঁচাতে পারেনি।''
সূর্যকুমার যাদবের এই ভারত আসলে দ্বিতীয় সারির দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ফলে সূর্যকুমার যাদবের দলে জায়গা পেয়েছেন অপেক্ষাকৃত তরুণরা। ভারতের ব্যাক আপ স্ট্রেন্থ দেখে বিস্মিত বাসিত। তিনি এই ভারতীয় দলকে ভারত একাদশ বলতে ইচ্ছুক নন। প্রাক্তন পাক তারকা বলছেন, ''এটা ভারতের দল নয়। আইপিএল একাদশ। যশস্বী জয়সওয়াল নেই, শুভমান গিলও নেই। না রয়েছে ঋষভ পন্থ, না শ্রেয়স আইয়ার। তবুও ভারত ১১ ওভারেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। হার্দিক পাণ্ডিয়া ছক্কা মেরে ম্যাচ জিতেয়েছে।''
বাসিত আলি আরও বলেন, ''ভারত ক্রিকেট সম্পূর্ণ বদলে দিয়েছে। ভারতের কাছে বাংলাদেশ ছিল অ্যাপিটাইজার।''ভারতের দুরন্ত এই জয় দেখার পরে বোর্ড সচিব জয় শাহ বলেন, ''আমাদের ছেলেরা দারুণ জয় ছিনিয়ে এনেছে। আমাদের মহিলা দলের স্পেশ্যাল পারফরম্যান্সের পরে এমন জয় সত্যিই প্রশংসার দাবি রাখে।''
