আজকাল ওয়েবডেস্ক: একসময়ে ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিসরা প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতেন। ভারতের বোলিংও এখন ভীতিপ্রদ হয়ে উঠেছে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের দেখে পাক ত্রয়ীর কথাই মনে পড়ে যাচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলির। 

একসময়ে বলা হত পাকিস্তান বোলার তৈরির জন্য বিখ্যাত। এখন ভারত থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের বোলার। বুমরা-সিরাজদের দেখে বাসিত আলির মতো প্রাক্তনেরও মনে পড়ে যাচ্ছে আক্রম-ওয়াকারদের কথা। এখানেই ভারতীয় বোলারদের সাফল্য।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, ''ভারতের বোলিং ইউনিট এতটাই প্রভাব সম্পন্ন যে ওদের দেখে ওয়াসিম আক্রম,শোয়েব আখতার এবং ওয়াকার ইউনিসকে মনে পড়ে যাচ্ছে। যদিও শামি এখন খেলছে না।'' 

চেন্নাই টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম টেস্টে ভারত ১-০-এ এগিয়ে গিয়েছে। ভারতীয় বোলারদের দাপট দেখার পরে ওয়াঘার ওপার থেকেই ভেসে আসছে এমন প্রশংসা। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আক্রম খানও বলেছেন, তারা 'ভারত মডেল' অনুসরণ করছে।

ভারত মডেল অনুসরণ করার ফলেই হাসান মাহমুদের মতো বোলাররা উঠে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। অতীতে ভারতীয় ব্যাটাররা সমাদৃত ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার বোলাররাও প্রশংসিত হচ্ছেন। পাক-মুলুক থেকেই এল সার্টিফিকেট।