আজকাল ওয়েবডেস্ক: দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এবার লেগে গেল দুই প্রাক্তন পাক ক্রিকেটারের মধ্যে। ওয়াসিম আক্রমকে সর্বসমক্ষে কড়া প্রশ্ন করে বসলেন শাহিদ আফ্রিদি। সেই প্রশ্নের জবাব অবশ্য দেননি আক্রম। 

ভারতের কাছ হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে বাবর আজম-রিজওয়ানদের নিয়ে তীব্র সমালোচনায় প্রাক্তন পাক ক্রিকেটাররা। এর মধ্যেই 'সুলতান অফ সুইং' আক্রম বলেন, ''এনাফ ইজ এনাফ। গত কয়েক বছর ধরে সাদা বলের ফরম্যাটে আমরা কয়েকজন ক্রিকেটারের জন্য হেরে চলেছি। এবার সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই সাহসী সিদ্ধান্ত কী? ওয়াকার ইউনিস যা বলল, সেরকমই করতে হবে। সাহসী কিছু ক্রিকেটার আনতে হবে, তরুণ খেলোয়ারদের সুযোগ দিতে হবে।'' 

একসময়ে আক্রমের নেতৃত্বে খেলেছেন শাহিদ আফ্রিদি। সেই আফ্রিদি সব শুনে প্রশ্ন করছেন তাঁর অগ্রজকেই। বলছেন, ''আমি ওয়াসিম ভাইয়ের কথা শুনছিলাম। ভারতের কাছে হারের পরে আমরা সবাই আবেগী হয়ে পড়েছি। ওয়াসিম ভাই সেদিন বলছিলেন, ৬-৭ টা প্লেয়ারকে বাদ দিতে হবে। ওয়াসিম ভাই, একটা প্রশ্ন রয়েছে আমার। আচ্ছা, আপনার রিজার্ভ বেঞ্চে কি এই ৬-৭ জন প্লেয়ার রয়েছে, যারা অপেক্ষায় রয়েছে? ঘরোয়া ক্রিকেটে কি সেই দক্ষতার ক্রিকেটার রয়েছে? কোনও ক্রিকেটারকে কি আমরা তৈরি করেছি?'' 

পাকিস্তান ক্রিকেট নিয়ে প্রশ্ন অনেক। সমস্যা রয়েছে কিন্তু সমাধান নেই।