আজকাল ওয়েবডেস্ক: ভারতে হতে চলা কোনও ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণ করা যাবে না। তা আইসিসি ইভেন্ট হলেও বয়কট করা উচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এমনই প্রস্তাব পেশ করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উদ্ভুত পরিস্থিতির জন্যই চটেছেন আফ্রিদি। ভারত পাক মুলুকে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার করায় হাইব্রিড মডেল অনুসৃত হবে বলে স্থির হয়েছে।
এই প্রেক্ষিতে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরশাহিতে। এদিন আফ্রিদি বলছেন, ''পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী ও স্বনির্ভর হতে হবে এবং নীতিগত দিক থেকে দৃঢ়তা দেখাতে হবে। ভারত যদি পাকিস্তানে না আসে, তাহলে আমাদের ভারতে গিয়ে কোনও ইভেন্ট খেলার দরকারই নেই।''
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে দু'টি শর্ত দিয়েছে পিসিবি। এক, আইসিসির আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ এবং দুই ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি-র টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
২০২৫ সাল থেকে ২০৩১ পর্যন্ত আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা ভারতের মাটিতে। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানের শর্ত, এই চারটি টুর্নামেন্ট খেলার জন্য ভারতে যাবে না পাকিস্তান।
এমনকী আইসিসি-রও সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেছেন, ''আইসিসিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে প্রতিটি সদস্য দেশ ক্রিকেট খেলতে পারে তা নিশ্চিত করা তার দায়িত্ব কিনা নাকি তারা শুধু অর্থ উপার্জন করতে চায়।"
