আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করল ভারত। এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে পার্থক্য ছিল আকাশ-পাতাল। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল ভারত। এককথায়, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের রিয়ালিটি চেক। টি-২০ ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন। ফেভারিট হিসেবেই নেমেছিল সূর্যকুমার যাদবের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট কীভাবে খেলে, সেটা দেখিয়ে দিলেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। শুরুতে জোড়া উইকেট হারানো সত্ত্বেও, তার প্রভাব ব্যাটিংয়ে পড়েনি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়। সম্প্রতি ১৪ ম্যাচের মধ্যে ১১ ম্যাচ জয় ভারতের। আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হত। কিন্ত বর্তমানে পুরোপুরি একপেশে ম্যাচ। দুই দলের মধ্যে কোনও সামঞ্জস্য নেই। যা হওয়ারই ছিল। পাকিস্তানের ব্যাটারদের অনেকটা পথ পেরোতে হবে। আল্ট্রা আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই নিজেদের বিপদ ডেকে আনে পাক ব্যাটাররা। একইসঙ্গে ব্যর্থ পাকিস্তানের বোলাররাও। ভারতের তিন উইকেটই তুলে নেন সাইম আইয়ুব।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি আক্রমণ হেনেছেন জাতীয় দলকে। সলমন আলি আঘাদের পারফরম্যান্সে তিনি বেজায় চটেছেন। আফ্রিদি বিস্ফোরণ ঘটিয়েছেন, ''ব্যাটসম্যানদের তো রান করতে হবে ম্যাচ জেতার জন্য। সাইম আয়ুবকে মাথা ঠাণ্ডা রাখতে হবে। পিচ বুঝে প্রথম বলটা খেলো। প্রথম বল থেকেই শাহিদ আফ্রিদি হওয়ার চেষ্টা করছো তুমি।''
পাকিস্তানের বোলিং বিভাগ নিয়েও বিরক্ত আফ্রিদি। এই ধরনের বড় ম্যাচে ফ্রন্টলাইন পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। আফ্রিদি বলছেন, ''সত্যিকারের ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। এই ধরনের অর্ধেক আক্রমণ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জেতা যায় না। এই মুহূর্তে এই পাকিস্তান দলে এমন একজনও উচ্চমানের ব্যাটসম্যান নেই যে ম্যাচ জেতাতে পারে।'' এপ্রিলে পহেলগাঁও জঙ্গিহানায় নিরীহ পর্যটকদের প্রাণনাশের ঘটনার কথা ভোলেননি সূর্যকুমার যাদব। পাকিস্তান ম্যাচ জেতার পর সংহতি প্রকাশ ভারত অধিনায়কের। এদিন আরও একবার দুঃখ প্রকাশ করলেন সূর্য। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করেন ভারতীয় সেনাবাহিনীকে। সূর্যকুমার যাদব বলেন, ''পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।''
সংক্ষিপ্ত কথায় নিজের অনুভূতি ব্যক্ত করেন সূর্য। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। জন্মদিনের দিন পাকিস্তানের বিরুদ্ধে জয়ে তৃপ্ত সূর্যকুমার। ম্যাচ শেষে ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানায় সমর্থকরা। তাতে অভিভূত ব্যর্থ ডে বয়। সূর্য বলেন, ''পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।'' ছয় মেরে ভারতকে জয়ে পৌঁছে দেন স্কাই। ম্যাচ শেষে জানান, এটা তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল। শেষপর্যন্ত টিকে থেকে ছয় মেরে দলকে জেতানোর দীর্ঘদিনের সখ ছিল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে জয়কে বাড়তি গুরুত্ব দিতে চান না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন। সূর্য বলেন, ''পাকিস্তান ম্যাচ আরও একটা ম্যাচের মতো। আমরা অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে যেমন প্রস্তুতি নিই, পাকিস্তানের বিরুদ্ধেও একই প্রস্তুতি নিই।''
আরও পড়ুন: মাত্রা ছাড়াল হ্যান্ডশেক বিতর্ক, ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ পাকিস্তানের, কী জানাল পিসিবি?
