আজকাল ওয়েবডেস্ক: জামনগরের পরবর্তী মহারাজা ঘোষিত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। উত্তরাধিকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন জামনগরের বর্তমান মহারাজা শত্রুশল্যসিংহজি দিগ্বিজয়সিংজি জাদেজা।
অজয় জাদেজা নামটা উচ্চারণ করলেই ক্রিকেটপ্রেমীদের নস্ট্যালজিক করে তোলে। ভেসে ওঠে ১৯৯৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের স্মৃতি। চিন্নাস্বামীতে শেষ কয়েক ওভারে ঝড় তুলছেন জাদেজা। ৫৩ বছর বয়সী অজয় জাদেজা দেশের হয়ে ১৯৬টি ওয়ানডে ও ১৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই তিনিই জামনগরের পরবর্তী মহারাজা হিসেবে মনোনীত হলেন।
জামনগরের বর্তমান মহারাজা শত্রুশল্যসিংহজি দিগ্বিজয়সিংজি জাদেজা নিঃসন্তান। তিনি উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন ভ্রাতুষ্পুত্রকে।
এক বিবৃতিতে দিগ্বিজয়সিংহজি বলেছেন, ''পাণ্ডবরা নির্বাসন কাটিয়ে ফিরে বিজয়ী হয়েছিলেন দশেরার উৎসবের দিন। এই শুভ দিনে অজয় জাদেজা আমার উত্তরসূরি হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমার সব দ্বিধা দূর হয়েছে। অজয় জাদেজার প্রতি আমি কৃতজ্ঞ।''
দিগ্বিজয়সিংজি নেপাল রাজপরিবারের এক সদস্যকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। ব্যাট-প্যাড তুলে রাখার পরে জাদেজা এখন ধারাভাষ্যের সঙ্গে জড়িত। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি।
