আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। কয়েকদিন আগে তার দল ঘোষণা করা হয়েছে। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হলেও, একদিনের সিরিজে শুভমন গিলকে অধিনায়ক রাখা হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তাঁকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তবে সেই দল থেকে বাদ পড়েন ঋতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে শতরান করা সত্ত্বেও বাদ পড়েন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না রবিন উথাপ্পা। তবে পরিশ্রম চালিয়ে যাওয়ার উপদেশ দেন। 

রবিন উথাপ্পা বলেন, 'বন্ধু, জানি এটা মেনে নেওয়া খুব কঠিন। একটা যুক্তি থাকা দরকার, তাই না? জানি মনের ওপর দিয়ে কী যায়। এই জায়গা থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হয়। এমন পরিস্থিতি মোটেই সহজ নয়। এর মধ্যে থেকেই ইতিবাচক দিকগুলো বেছে নিতে হয়। ভারতীয় ক্রিকেটে সবসময় অস্তিত্বের লড়াই চালিয়ে যেতে হয়। এটাই বড় চ্যালেঞ্জ। সেই মাইন্ডসেটের বাইরে বেরোনো‌ কঠিন। সবসময় সাফল্যের খোঁজে থাকতে হবে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমন জানান ভারতীয় দলের প্রাক্তন তারকা। 

এরপরই বিস্ফোরক মন্তব্য উথাপ্পার। দাবি করেন, প্রধানত ক্রিকেটীয় রাজ্যের বাইরের ক্রিকেটারদের ভারতীয় দলে জায়গা পাকা করতে কালঘাম ছোটাতে হয়। জানান, মুম্বই, দিল্লি এবং পাঞ্জাবের বাইরের ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ আরও বেশি। উথাপ্পা বলেন, 'ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হয়। বিশেষ করে মুম্বই, দিল্লি এবং পাঞ্জাবের বাইরের ক্রিকেটারদের। এই তিনটে রাজ্যের বাইরের ক্রিকেটারদের বাড়তি পরিশ্রম করতে হয়।' ২০২২ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ঋতুরাজ গায়কোয়াড়ের। এখনও পর্যন্ত ন'টি ম্যাচ খেলেছে। ২২৮ রান করেন। গড় ২৮.৫০। তাতে রয়েছে একটি শতরান এবং একটি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে একশো করেও নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি। সুযোগের অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকলেও নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন দেবদত্ত পাড়িক্কল। তাঁর বাদ পড়ায়ও অবাক ক্রিকেটমহল। ইতিমধ্যেই ৬০০ রান করে ফেলেছেন। তাসত্ত্বেও ব্রাত্য। তবে সেই নিয়ে হতাশায় ডুবে থাকতে চান না বাঁ হাতি ক্রিকেটার। মেনে নেন, ভারতীয় দলে সুযোগ পাওয়া সহজ নয়। প্রতিযোগিতা প্রবল। শুধু নিজের কাজ চালিয়ে যেতে চান। বাকিটা ভাগ্য।