আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেঞ্চুরি করেও সেই দলে জায়গা হয়নি রুতুরাজ গায়কোয়াড়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গায়কোয়াড়। তবুও কেন বাদ? অনেকেই বলছেন, শ্রেয়স আইয়ারের জন্যই বাদ পড়েছেন রুতুরাজ। 

দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা জানিয়েছেন, রুতুরাজকে কেন বাদ দেওয়া হয়েছে, তা বুঝতে পারছেন না তিনিও। 

উত্থাপ্পা তুলে ধরেছেন অন্য কারণ। তাঁর মতে, দেশের ক্রিকেট পাওয়ার-হাউজ রাজ্য থেকে না এলে জাতীয় দলের দরজা খোলা কঠিন হয়ে পড়ে। 

ক্রমাগত লড়াই, ধৈর্য এবং পারফরম্যান্স সংশ্লিষ্ট ক্রিকেটারকে জাতীয় দলে জায়গা করে দিতে পারে। 

সেই একই কারণে কি জাতীয় দলে নেওয়া হয়নি 
রুতুরাজ গায়কোয়াড়কে? তাঁর বাদ যাওয়া প্রসঙ্গে উত্থাপ্পা অন্য এক কারণের কথা উল্লেখ করছেন। 

উত্থাপ্পার বক্তব্যে বিতর্ক তৈরি হতে পারে।  দেশের প্রাক্তন ক্রিকেটার বলেছেন,  ''জাতীয় দলে জায়গা পেতে হলে লড়ে যেতে হবে। বের করতে হবে লড়াইয়ের রাস্তা। বিশেষ করে মুম্বই, দিল্লি, এবং পাঞ্জাব --এই তিনটি বড় রাজ্য থেকে না এলে সুযোগ পাওয়া কঠিন। দলে জায়গা পেতে হলে লড়াই চালিয়ে যেতেই হবে।'' 

২০২২ সালে ওয়ানডেতে অভিষেক ঘটে গায়কোয়াড়ের। কিন্তু তারপর থেকে জাতীয় দলে আর সেভাবে সুযোগ পেলেন কোথায়! ৯টি ম্যাচে গায়কোয়াড় ২২৮ রান করেছেন। তার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি পঞ্চাশ। 

এবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ডাক পাননি রুতুরাজ। কবে তাঁর জন্য জাতীয় দলের দরজা খোলে সেটাই দেখার।