আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডের পর ব্রিসবেনে ব্যর্থ বিরাট কোহলি। দু'অক্ষরের রানেও পৌঁছতে পারেননি। নতুন বলে তারকা ক্রিকেটারের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুললেন চেতেশ্বর পূজারা। তিনি মনে করেন, নতুন বল হ্যান্ডেল করার জন্য তৈরি নয় কোহলি। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় দ্রুত নামতে হচ্ছে বিরাটকে। যার ফলে নতুন বলে সুবিধা করতে পারছেন না। পূজারা বলেন, 'আমরা আলোচনা করছিলাম, ও নতুন বল খেলতে বাধ্য হচ্ছে। যখনই ও নতুন বলের বিরুদ্ধে নেমেছে, দ্রুত আউট হয়েছে। পারথে পুরনো বলে খেলে শতরান করেছে। এটা একটা বড় পয়েন্ট। ওর টেকনিক নতুন বলের জন্য আদর্শ নয়। ১০, ১৫ বা ২০ ওভার পরে ওর ব্যাট করতে নামা উচিত। নতুন বলে খেলার সময় বোলাররা তরতাজা থাকে। আত্মবিশ্বাসও বেশি থাকে। শুরুতে দুই উইকেট পেয়ে গেলে, গোটা দল চার্জড আপ হয়ে যায়। সেই সময় ব্যাট করতে আসা সহজ নয়।' 

গাব্বায় প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেন কোহলি। ৪৪ রানে ৪ উইকেট হারায় ভারত। পারথে শতরান বাদ দিয়ে, বর্ডার-গাভাসকর সিরিজের বাকি চার ইনিংসে বিরাটের রান মাত্র ২৬। তারমধ্যে তিনবার দু'অক্ষরের রানে পৌঁছতে পারেননি। গাব্বার পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে নেটে বিশেষ অনুশীলন করেন তারকা ক্রিকেটার। কিন্তু তার প্রতিফলন ম্যাচে হচ্ছে না। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'একটা জায়গাতেই বল ফেলা হচ্ছে। চতুর্থ থেকে ষষ্ঠ স্ট্যাম্প বরাবর। আর ও বারবার একই শট খেলে আউট হচ্ছে। যা একেবারেই ভাল না। ও নিজেও সেটা বুঝতে পারছে। নেটে এই বলগুলো ও ছেড়ে দিচ্ছে। কিন্তু ম্যাচে সেটা হচ্ছে না।' 

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চারবারই উইকেটের পেছনে ধরা পড়েন কোহলি। হয় উইকেটকিপারকে ক্যাচ দেন, নয়তো স্লিপে ধরা পড়েন। পূজারা মনে করেন, টেকনিক্যালের থেকেও মানসিকভাবে মানিয়ে নিতে হবে বিরাটকে। এই প্রসঙ্গে পূজারা বলেন, 'ম্যাচে হয়তো ও বলটা ছাড়তে চাইছে, কিন্তু পারছে না। ব্যাট স্বাভাবিকভাবেই ওখানে চলে যাচ্ছে। ওকে সেটা আটকাতে হবে। মাইন্ডসেট বদলাতে হবে। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে হলে টেকনিকের প্রশ্ন উঠবে। কিন্তু বলটা ছেড়ে দেওয়া সহজ। সেক্ষেত্রে টেকনিক্যালি মানিয়ে নেওয়ার কোনও বিষয় নেই। আমার মতে, মানসিকভাবে ওকে সেটা মানিয়ে নিতে হবে।' অফ ফর্মের জন্য চতুর্দিক থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।