আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অজিঙ্ক রাহানের সঙ্গে যেন ফোনে কথা বলেন শুভমান গিল। মহম্মদ কাইফের পরামর্শ এমনই। 

শনিবারই ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়েছে। সেই দলের অধিনায়ক শুভমান গিল। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া এই ভারতীয় দল একেবারেই অনভিজ্ঞ। তরুণ খেলোয়াড়ে ভর্তি। এই পরিস্থিতিতে কাইফের পরামর্শ ইংল্যান্ডে যাওয়ার আগে গিল যেন রাহানের কাছ থেকে পরামর্শ নেন। 

২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের পরে বিরাট কোহলি দেশে ফিরে এসেছিলেন। বাকি টেস্টগুলোয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। অপেক্ষাকৃত তরুণ দলকে নেতৃত্ব দিয়ে রাহানে সিরিজ জিতেছিলেন ২-১-এ। 

সেই প্রসঙ্গের উল্লেখ করে কাইফ বলছেন, ''অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল রাহানে। গাব্বা টেস্টের আগে সবাই বলছিলেন, এই দল অপেক্ষাকৃত তরুণ। গিলের দলেও তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি। গিল যেন রাহানের কাছ থেকে পরামর্শ নেয়। সেবার রাহানে তরুণ ব্রিগেড নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। গিলকেও রাহানের মতো কাজ করতে হবে।'' 

শুভমান গিল কি শুনলেন কাইফের পরামর্শ?