আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের প্রস্তুতিতে মগ্ন টিম ইন্ডিয়া। লর্ডসে হেরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজে টিকে থাকতে ওল্ড ট্র্যাফোর্ডে জিততেই হবে। ইংলিশ ফুটবলের মক্কায় কি পায়ের তলায় জমি খুঁজে পাবেন শুভমন গিলরা? ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, যশপ্রীত বুমরা কি খেলবেন? ওয়ার্কলোড সামলানোর জন্য ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলবেন তারকা পেসার। তারমধ্যে দুটোতে খেলে ফেলেছেন। বার্মিংহ্যামের পর লর্ডস টেস্টে খেলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবার শেষ টেস্টে খেলার কথা বুমরার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে হারলেই সিরিজ হাতছাড়া। সেক্ষেত্রে পঞ্চম তথা শেষ টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। তাই ম্যাঞ্চেস্টারে তারকা পেসারকে খেলানোর পরামর্শ দিলেন অনিল কুম্বলে। ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন কোচ। 

অনিল কুম্বলে বলেন, 'আমি হলে পরের টেস্টে বুমরাকে খেলাতাম। কারণ সেটা গুরুত্বপূর্ণ। ও যদি না খেলে, এবং ভারত টেস্ট হারে, তাহলে ওখানেই শেষ। সিরিজ শেষ হয়ে যাবে। বুমরার পরের দুটো টেস্ট খেলা উচিত। জানি আগে বলা হয়েছিল, ও তিনটে টেস্ট খেলবে। কিন্তু এরপর লম্বা বিরতি আছে। ও বিশ্রাম নিতে চাইলে, হোম সিরিজের অঙ্গ না হলেও চলবে। তবে এই মুহূর্তে, বুমরার পরের দুটো টেস্টই খেলা উচিত।' বুমরা প্রসঙ্গে এখনই মুখ খুলতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সরাসরি না বললেও, গৌতম গম্ভীরের ডেপুটি তারকা পেসারকে খেলানোর ইঙ্গিত দেন। রায়ান টেন দুশখাতে বলেন, 'আমরা ম্যাঞ্চেস্টারে সিদ্ধান্ত নেব। আমরা জানি দুটোর মধ্যে আমরা ওকে একটা টেস্টে পাব। আমরা জানি সিরিজে টিকে থাকতে আমাদের পরের টেস্ট জিততেই হবে। তাই হয়ত আমরা ওকে খেলানোর কথা ভাবব।' 

ক্রিকেট পণ্ডিতরা তারকা পেসারকে খেলানোর পক্ষে। একদিন আগেই তেমন মত পোষণ করেন সঞ্জয় মঞ্জরেকোর এবং দীপ দাশগুপ্ত। দুই বিশেষজ্ঞ জানান, ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলে শেষ টেস্ট মূল্যহীন হয়ে যাবে। সেক্ষেত্রে বুমরার খেলা পার্থক্য গড়ে দেবে না। দীপ বলেন, 'যশপ্রীত বুমরার অবশ্যই চতুর্থ টেস্টে খেলা উচিত। আমি শুনেছিলাম, ওকে প্রথম, তৃতীয় এবং পঞ্চম টেস্টে খেলানো হতে পারে। কিন্তু ভারত যখন পিছিয়ে পড়েছে, চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের সেরা বোলারকে অবশ্যই খেলানো উচিত। দুই টেস্টের মধ্যে আট দিনের বিরতি‌ আছে। চতুর্থ টেস্টে হেরে গেলে আর পঞ্চম টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। বর্তমানে আসন্ন টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।' চলতি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বুমরা। দুই টেস্টে তাঁর সংগ্রহ ১২ উইকেট। গড় ২৮.০৯। ম্যাঞ্চেস্টারে তাঁর উপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে। বুমরার ভরসাতেই সিরিজে টিকে থাকতে চাইবে টিম ইন্ডিয়া।