আজকাল ওয়েবডেস্ক: ইডেনে অভিষেক টেস্টেই সেঞ্চুরি। জীবনের প্রথম তিনটি টেস্টে শতরান। কব্জির মোচড়ে অফসাইডের বলকে লেগসাইডে পাঠিয়ে দেওয়া। স্লিপে হোক বা পয়েন্ট পাখির মতো শরীর ছুড়ে ক্যাচ ধরা এখনও চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদের।
মহম্মদ আজহারউদ্দিনের রাজনৈতিক কেরিয়ার অন্য দিকে মোড় নিতে চলেছে। কেউ বলতেন আজহার। কারও কাছে তিনি আজ্জু। রাজ সিং দুঙ্গারপুর জিজ্ঞাসা করেছিলেন, ''মিয়াঁ কাপ্তান বানোগে?'' তার পরে ভাগ্য বদলে গিয়েছিল হায়দরাবাদির।
জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরু হয় তাঁর আরেক অধ্যায়। মাসদুয়েক আগে আজ্জুকে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করেছিল কংগ্রেস। ৩১ অক্টোবর তেলঙ্গানা মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা দেশের প্রাক্তন অধিনায়কের। শোনা যাচ্ছে, আজহারকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মতি দিয়েছে কংগ্রেস।
జూబ్లీహిల్స్ ఉపఎన్నిక నేపథ్యంలో ఒక వర్గం ఓటర్లను ఆకర్షించేందుకు రాష్ట్ర ముఖ్యమంత్రి రేవంత్ రెడ్డి మాజీ క్రికెటర్ మహమ్మద్ అజరుద్దీన్ కి మంత్రి పదవి ఆఫర్ చేసినట్లు మీడియాలో వచ్చిన వార్తలపై బిజెపి తీవ్ర ఆక్షేపణ వ్యక్తం చేసింది.
— BJP Telangana (@BJP4Telangana)
ఇలాంటి ప్రకటనలు ఎన్నికల ప్రవర్తనా నియమావళికి… pic.twitter.com/X5m3pANdjXTweet by @BJP4Telangana
৯৯টি টেস্টেই থেমে যায় আজহারের কেরিয়ার। গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে তাঁকে নির্বাসিত করে বোর্ড। যতটা সাড়া জাগিয়ে কেরিয়ার শুরু করেছিলেন হায়দরাবাদি, শেষটা সেরকম হয়নি। তবে রাজনৈতিক কেরিয়ার যে বড় সড় দিকে মোড় নিল তা বলে দেওয়াই যায়। তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য হিসেবে রাজ্যপাল কোটায় মনোনীত হয়েছেন অধ্যাপক এম কোদানদারামও। এর আগে কংগ্রেসের টিকিটে লোকসভার সাংসদ হয়েছেন আজহার। তবে এই সময়ে দেশের প্রাক্তন অধিনায়ককে মন্ত্রী করাটা কংগ্রেসের মাস্টারস্ট্রোকও বটে। কারণ তেলেঙ্গানার ক্য়াবিনেটে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিনিধির দরকার ছিল। যিনি মুখ হবেন। আজহার সেই মুখ। আজ্জুকে মন্ত্রী করা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে লেগে গিয়েছিল। কংগ্রেসকে বিঁধে গেরুয়া-শিবির তোপ দেগেছিল তোষণের রাজনীতি করছে কংগ্রেস। আজহারকে নিয়ে তর্জায় জড়িয়ে পড়ে দুই শিবির।
খেলোয়াড়ীজীবনে অফ স্ট্যাম্পের বল লেগের বাউন্ডারিতে পাঠাতেন আজহার। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মার্ক টেলর একবার তাঁর কব্জি মুচড়ে দিয়ে বলেছিলেন, আমি ভেবেছিলাম তোমার কব্জি বুঝি ইলাস্টিক দিয়ে তৈরি। এবার আজহার মন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজনীতির বাইশ গজে বড় পদক্ষেপ আজ্জুর।
আরও পড়ুন: বৃষ্টির আশঙ্কা নবি মুম্বইয়ে, টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া, কালো ব্যান্ড পরে নামলেন কেন অজিরা?
