আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজ ম্যাজিক ওভালে। হায়দরাবাদির আগুনে স্পেলে ভারত সিরিজে সমতা ফিরিয়ে আনল। চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেছিলেন সিরাজ। সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। প্রাক্তনদের তীব্র সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন সিরাজ। সেই সিরাজ এদিন প্রায়শ্চিত্ত করলেন। ক্রিকেট বারবার সুযোগ দেয় না। এক বলের খেলা ক্রিকেট। সেখানে ক্রিকেট আরও একটা সুযোগ দিয়েছিল সিরাজকে।
হায়দরাবাদি তারকা সেই সুযোগ দু'হাতে লুফে নেন। ওভালে নিজেকে নিংড়ে দিলেন। তিরিশ ওভার হাত ঘুরিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নিলেন। পঞ্চম দিনের শুরুতে উইকেট নিয়ে ইংল্যান্ডের সাজঘরে জোরালো ধাক্কা দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের শেষটাও হয় তাঁরই হাতে।
তবুও অজয় জাদেজা কিন্তু সিরাজকে ধারাবাহিক পারফরমার হিসেবে বেছে নিচ্ছেন না। শুভমান গিল সিরিজে ৭৫৪ রান করলেও তাঁকেও ধারাবাহিক পারফরমার মনে করেন না জাদেজা।
আরও পড়ুন: বাচ্চাদের দেখাশোনার জন্য সরে গিয়েছিলেন বাইশ গজ থেকে, মজে ছিলেন গলফে, আবার ক্রিকেটে ফিরছেন ৩৯
অজয় জাদেজার পছন্দ রবীন্দ্র জাদেজা। তিনিই সবচেয়ে বিশ্বস্ত ব্যাটার এই ভারতীয় দলে বলে মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার। পাঁচটি টেস্টে রবীন্দ্র জাদেজা ৫১৬ রান করেছেন। তাঁর গড় প্রায় ৮৬। পাঁচটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন সিরিজে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে কথা বলার সময়ে জাদেজা জানিয়েছেন শুভমান গিলের থেকেও বেশি ধারাবাহিকতা দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার।
অজয় জাদেজা বলেছেন, ''কিছু কি বলার দরকার আছে? কী করতে পারে দেখিয়ে দিয়েছে ছেলেটা। দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছে গোটা সিরিজে। শুভমান গিল ৭৫৪ রান করেছে। রবীন্দ্র জাদেজা ৫৫০ রান করেছে। শুভমান গিলের থেকেও বেশি ধারাবাহিক। চারটি ইনিংস শেষ হয়নি। অন্য প্রান্ত থেকে চলে গিয়েছিল উইকেট। সিরিজের মাত্র দুটি ইনিংসে দ্রুত আউট হয়ে গিয়েছিল জাদেজা।''
অজয় জাদেজা আরও বলেন, ''পরিবর্তনটা লক্ষ্যণীয়। লড়াইটা শুরু হয়েছিল এখান থেকেই। পরের ম্যাচে দাঁড়িয়ে থেকে ম্যাচ ড্র করে। শেষ ম্যাচেও রান করে।'' সব দিক বিচার করে রবীন্দ্র জাদেজাকেই ধারাবাহিক পারফরমার হিসেবে বেছে নিয়েছেন অজয় জাদেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে শুভমান গিলের ঝুলিতে রয়েছে ৭৫৪ রান। সুনীল গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড ভাঙতে পারেননি ভারতের নব্য অধিনায়ক। লিটল মাস্টারের রেকর্ডের থেকে ২১ রান দূরে থমকে গিয়েছেন গিল।
১০ ইনিংসে গিল ৭৫৪ রান করেন। চারটি সেঞ্চুরি রয়েছে তাঁর। বার্মিংহ্যামে ২৬৯ রান করেছিলেন শুভমান গিল। ওই মহাকাব্যিক ইনিংস ভারতকে জয় এনে দেয়। শুভমান গিল ওভালে ব্যর্থ হন। ১১ রানে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও এক বছর বাকি, কারা ওপেন করবেন স্থির করে ফেলল অস্ট্রেলিয়া
