আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সেই মহম্মদ সিরাজকে বাইরে রেখে ১৫ সদস্যের দল বাছাই করেছেন নির্বাচকরা। সিরাজের জন্য খারাপ লাগছে সবার। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করছেন, সিরাজ ভুল কিছু করেননি। তবুও তাঁকে বাদ পড়তে হল। 

বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। কিন্তু বুমরাকে কি আদৌ পাওয়া যাবে? আকাশ চোপড়া বলছেন, ''বুমরার ফিটনেসের ব্যাপারে কেউই কিছু জানে না। মহম্মদ সামির ফিটনেস সম্পর্কেও কেউ কিছু জানে না। হয়তো ফিট কিন্তু ওর ফর্ম কীরকম থাকবে, সে সম্পর্কে কেউই অবহিত নন। অর্শদীপকে নেওয়া হয়েছে স্কোয়াডে। মহম্মদ সিরাজের  জায়গা হল না দলে।''

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত তাদের গেমপ্ল্যান প্রকাশ করে দিল।  আকাশ চোপড়া বলছেন, ''দলে জায়গা না পাওয়ার মতো কিছু করেনি সিরাজ। আমি ডিএসপি সিরাজের ব্যাপারটা বুঝতে পারি। ওকে দলে নেওয়াই যেত। একজন কম স্পিনারকে নিয়ে যাওয়া যেত। হর্ষিত রানা পর্যন্ত ওয়ানডে  দলে ঢোকার লাইনে সিরাজের থেকে এগিয়ে। এটা খুব বিস্ময়কর।''


ওয়ানডে ফরম্যাটে সিরাজের রেকর্ড খুব ভাল। ৪৪টি ম্যাচে ৭১টি উইকেট নেন তিনি। ২০২৩ সালের পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে ছিলেন সিরাজ। 

আকাশ চোপড়া আরও বলেন, ''স্কোয়াডে তিনজন পেসার রাখা হয়েছে। এটাই আমার কাছে বড় খবর। তিনজন পেসারকে নেওয়ার অর্থ খেলানো হবে দু'জন পেস বোলারকে। তিনজন সিমারকে খেলাতে হলে চারজন  পেসারকে নেওয়া হত। এর অর্থ ভারত তিনজন স্পিনারকে খেলাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্ট শুরুর আগেই ভারত তার রণকৌশল সবার সামনে প্রকাশ করে দিল।''