আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিল ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ড সফরে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তাঁর হাতেই। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরে গিলকে অভিনন্দন জানালেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।
তিনি বললেন, ''শুভমান গিলের এই সাফল্যের জন্য কৃতিত্ব প্রাপ্য যুবরাজ সিং ও তাঁর বাবার। গিল দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবে। যুবরাজের কাছ থেকেও পরামর্শ পাবে।''
ছোটবেলা থেকেই বাবার কাছে ট্রেনিং করেন গিল। কোভিড অতিমারী পরিস্থিতিতে যুবরাজ সিং তাঁকে ট্রেনিং দেন।
২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর। শুভমান গিলের উপরে অনেক আশা।
দলের সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। উল্লেখযোগ্য বাদের মধ্যে রয়েছেন মহম্মদ সামি। যদিও তিনি ছন্দে ছিলেন না আইপিএলে। তার উপর পাঁচ দিনের ম্যাচে ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তাঁর বিপক্ষে গেছে। বোর্ডের মেডিক্যাল টিম বিসিসিআইকে তা জানানোর পরেই সামিকে আর নেওয়া হল না। সুযোগ পাননি হর্ষিত রানাও। আর সাত বছর পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার।
