আজকাল ওয়েবডেস্ক: ইদানীং ভারত-পাক ম্যাচ মানে ক্রিকেট কম, রাজনৈতিক কথাবার্তাই বেশিএশিয়া কাপে দেখা গিয়েছে দুই প্রতিবেশি দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। তার পরেও হয়েছে নাটকের পর নাটক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন মনে করেন, ভারতপাক-কে লড়িয়ে দিয়ে যেভাবে সূচি তৈরি করা হচ্ছে, তা আর চলতে দেওয়া উচিত নয়। তাঁর মতে, ভারত-পাক লড়াই ঘিরে উদ্ভুত বিতর্কে কলঙ্কিত হয়েছে ক্রিকেট। 

এশিয়া কাপে তিন-তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আর তিনবারই জিতেছে ভারত। এশিয়া কাপে বিতর্ক তাড়া করে বেরিয়েছেটানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররাদুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুন: 'পাগল' অজুহাতে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বাতিল করা হয়েছিল, অজানা গল্প শোনালেন হিটম্যানের সতীর্থ

মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন। তার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাক অধিনায়ক সলমন আল আঘা হাত মেলাননি। ফাইনালের আগে পাক অধিনায়কের সঙ্গে ফটো শুটে আসেননি সূর্যকুমার যাদব। 

আথারটন তাঁর কলামে লিখেছেন, ‘'একসময়ে ক্রিকেট কূটনীতি ছিল। এখন তার সঙ্গে জড়িয়ে গিয়েছে উত্তেজনা। ভারত-পাক ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক স্বার্থে সূচি সাজানো হচ্ছে। এর কোনও অর্থই নেই। ভারত-পাক লড়াইকে এখন নেতিবাচক ভাবে ব্যবহার করা হচ্ছে'' 

ভারত-পাক লড়াই এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এক পাক সাংবাদিক কড়া প্রশ্ন করেছিলেন সূর্যকে। ভারত অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দেননি। বলেছিলেন, ''আপনি রাগ করেছেন। একসঙ্গে চারটে প্রশ্ন করেছেন। সব প্রশ্ন আমি বুঝতে পারিনি।'' 

বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান লড়াইক্রিকেটীয় রোমাঞ্চের কত রসদই তো থাকার কথা। কিন্তু মাঠের ক্রিকেট ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে অন্য ঘটনা। আথারটন বলেন, ''ভারত আর পাকিস্তানের যদি প্রতিবার দেখা না-ও হয়, তাহলেও ক্ষতির কিছু নেই'' 

এশিয়া কাপের পুনরাবৃত্তি দেখা গিয়েছে ভারত-পাক মেয়েদের ম্যাচেও। মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করেননি। হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন কিনা, তা নিয়ে চলছিল জল্পনা। 

টসের সময়ে দেখা গিয়েছে হরমনপ্রীত ও ফতিমা কেউ সৌজন্য বিনিময় করলেন না। একে অপরের সঙ্গে করমর্দনও করলেন না। এসবের প্রেক্ষিতেই আথারটন মনে করেন ভারত ও পাকিস্তান ম্যাচ এখন প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে। সেই কারণে দুই প্রতিবেশি দেশকে কথায় কথায় ক্রিকেট মাঠে লড়িয়ে দেওয়া বন্ধ করা দরকার। 

আরও পড়ুন: গত এক মাসে চারবার, কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিশ্বকাপে পাকিস্তান বধ সেরে ফেললেন ভারতের লক্ষ্মীরা...