আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর সমালোচনার তীরে বিদ্ধ টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে শুরু করে, গৌতম গম্ভীরের টার্নিং উইকেটের চাহিদা, মিডল অর্ডারের ব্যর্থতা, বিরাট কোহলি, রোহিত শর্মার ফর্ম, সব নিয়ে চর্চা চলছে। টেস্টের ইতিহাসে ঘরের মাঠে ভারতের জঘন্যতম হারের পেছনে একাধিক কারণ রয়েছে। দুই তারকা ক্রিকেটারের সমালোচনা করতে ছাড়েননি সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, দলীপ ট্রফিতে না খেলার খেসারত দিতে হয়েছে রোহিত, বিরাটকে। প্রাথমিকভাবে তাঁরা লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার আগেই তাঁরা নাম প্রত্যাহার করে নেয়। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের আগে অজিত আগরকরের নির্বাচক মণ্ডলীর উদ্দেশে মূল্যবান উপদেশ মঞ্জরেকরের। ভারতের প্রাক্তনী মনে করেন, যারা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে তাঁদের আর ব্রেক দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ থেকে নির্বাচকদের বড় শিক্ষা নেওয়া উচিত। যারা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে, শুধুমাত্র তারকা বলে তাঁদের আর ব্রেক দেওয়া উচিত নয়। আমি আবারও বলছি, মরশুমের শুরুতে দলীপ ট্রফি খেললে, রোহিত এবং বিরাট উপকৃত হত।' 

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি কোহলি, রোহিতের কাছে বড় পরীক্ষা। অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে রাখা হয়নি। সিরিজে দলের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটের রোহিত এবং বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ হলে কোপ পড়তে পারে দুই মহাতারকার ঘাড়ে। লাল বলের ক্রিকেট থেকে তাঁদের অবসর নিতে বাধ্য করা হতে পারে। এমনই মনে করছেন ক্রিকেট পণ্ডিতরা‌। তারমধ্যে অনেকের ধারণা, ঘরের মাঠে একসঙ্গে শেষ টেস্ট খেলে ফেলেছেন দলের চার সিনিয়র ক্রিকেটার রোহিত, কোহলি, জাদেজা এবং অশ্বিন।