আজকাল ওয়েবডেস্ক: থেমে গেল লড়াই। চলে গেলেন অংশুমান গায়কোয়াড়। ক্যান্সারের কাছে হার মানলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। নিজের শহর বরোদাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মাস খানেক আগেই দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার রাতে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বৃথা গেল। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গভীর শোক প্রকাশ করেন বিসিসিআই সচিব জয় শাহ।
?ref_src=twsrc%5Etfw">July 31, 2024
Shri Anshuman Gaekwad Ji will be remembered for his contribution to cricket. He was a gifted player and an outstanding coach. Pained by his demise. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
অংশুমান গায়কোয়াড়ের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রাক্তন কোচের চিকিৎসার জন্য এক কোটি টাকা দেয় বিসিসিআই। গায়কোয়াড়ের চিকিৎসা চলে লন্ডনের হাসপাতালে। তাঁর অসুস্থতার কথা প্রথমে বোর্ডকে জানান সন্দীপ পাতিল। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তাঁকে দেখতে যান পাতিল এবং দিলীপ বেঙ্গসরকার। তারপর বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলারকে জানান পাতিল। গায়কোয়াড়ের পরিবারে সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন জয় শাহ। কঠিন সময় তাঁদের পাশে ছিল বিসিসিআই। কিন্তু শেষরক্ষা হল না।
My deepest condolences to the family and friends of Mr Aunshuman Gaekwad. Heartbreaking for the entire cricket fraternity. May his soul rest in peace????
— Jay Shah (@JayShah)Tweet by @JayShah
১৯৭৪ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় গায়কোয়াড়ের। একই বছর লর্ডসে একদিনের ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। দেশের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেন তিনি। ভারতীয় দলের কোচও হন গায়কোয়াড়। তখন ম্যাচ গড়াপেটার অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট। ভারতীয় দলের অধিনায়ক তখন আজহারউদ্দিন। বিতর্কিত সময় ঠান্ডা মাথায় কোচের দায়িত্ব পালন করেন। টেস্টে অনিল কুম্বলের ১০ উইকেট তুলে নেওয়ার রেকর্ডের সময় ভারতীয় দলের কোচ ছিলেন গায়কোয়াড়।
